আজ আমি এমন একটা বিষয় নিয়ে লিখছি যা আগে কখন এই বিষয়ে সামু তে পোস্ট করিনি।
৫ ফেব্রুয়ারি শাহাবাগ ২০১৩
একটা আন্দোলন , মানুষ এর জমায়েত, কয়েক মাস ব্যাপী চলল এই আন্দোলন আবার সময়ের স্রোতে মানুষের আঙ্গুল উটলো এই আন্দোলনকারী দের প্রশ্ন বিদ্ধ করা হল
কেউ এই আন্দোলন এ কারা অংশ নিল তাদের বায়গ্রাফি নিয়ে মেতে উঠল আবার কেউ বিষয় টা কে রাজনীতির জালে ফেলে দিল। কেউ আবার নাস্তিকতা আর ধর্মের বিরুদ্ধে ঠেলে দিল।
ইংরেজি তে একটা কথা আছে
Democracy is a device that insures we shall be governed no better than we deserve.
George Bernard Shaw
এই আন্দোলন এর ফলাফল কি পেল জাতি সেটা নিয়ে আমার বলার কিছু নাই।।
তবে আমারা কি শিখলাম সেটা প্রত্যেকে টার নিজ কে প্রশ করে দেখুন।
তবে আপনি কিছু পান বা নাই পান আমাদের প্রতিবেশি ইন্ডিয়া কিন্তু তাদের ফিল্ম এর জন্য একটা দারুন গল্প পেয়ে গেল আপনি আমি কেউই বুজতে ও পারিনি।
আর সেই সিনেমা টার নাম '' প্রলয়''
বাংলা সিনেমা '' প্রলয়''
আগস্ট ২০১৩ মুক্তি পায় এই বাংলা সিনেমা