ঢাকা থেকে গ্রীন লাইন এ বেনাপোল ১০৫০ টাকা, এরপর ৩০০ টাকা টেরাভেল ট্যাক্স, এম্বারগেশন ফর্ম পুরন করে লাইনে দারান, ইমিগেরেশন অফিসার আপনার পাসপোর্ট এ সিল দেবার পর বেগ হাতে নিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করুন।
আবার একই ভাবে ইন্দিয়ান এম্বারগেশন ফর্ম পুরুন করুন, লাইনে দাঁড়ান ( এর আগে আপনার বেগ চেক হবে)।
পাসপোর্ট এ সিল পরার পর আপনি আপনার বাংলাদেশী টাকায় রুপি কিনে নিন। ১০০-৫০০-১০০০ রুপি এর বেশি কিনবেন না। আর আপনার সাথে তো ১৫০ ডলার আছেই।
এর পর অটো রিক্সা করে যাবেন বনগাঁ রেল এস্তেসন, কারন বাস এ গেলে আপনার লাগবে ৩ ঘণ্টা আর ট্রেন এ ২ ঘণ্টা।
অটো তে সেয়ারে গেলে ২০ রুপি জন প্রতি আর ফুল রিজার্ভ ১০০/১২০ রুপি
এবার বনগাঁ এস্তেসন থেকে ২০ রুপি দিয়ে কেটে নিন সিয়ালদা এর টিকেট। (সিয়াল দা পূর্ব রেল এর বড় জংশন)
সিয়ালদা থেকে আপনি যেকোনো যায়গায় যেতে পারবেন খুব সহজে, কারন সিয়ালদা থেকে বাস পাওয়া যায় সব জায়গা যাবার। আপনি ট্যাক্সি নিতে পারেন কিন্তু গুনতে হবে মিটার এর আড়াই গুন ।
এর পর খুজে নিন হোটেল ৫০০ রুপি থেকে শুরু হবে ভাড়া, আর চেক আউট এর টাইম জেনে নিন।
আর হোটেল এ ব্যাগ রেখে আপনি একটা সিম কার্ড কিনে নিন ,
সিম এর জন্য পাসপোর্ট আর ছবি নিয়ে চলে যান VODA Phone , Airtel , IDEA, Virgin যে কোন কাস্তমার কেয়ারে,
বিঃ দ্রঃ দিল্লি ও আগ্রা আর কলকাতা ভিন্ন ভিন্ন প্রদেশ তাই আপনাকে আপনার সিম এ রোমিং চালু করে নিতে হবে।
এবার আপনি চলে যান Fairly Place বিবাদিবাগ (RBI - রিজার্ভ ব্যাংক অফ ইন্দিয়া এর পাসেই ) এ এখানে আপনি আপনার পাসপোর্ট দেখিয়ে বিদেশি কোঠায় ট্রেন এর টিকেট কাটুন ( রাত এর ট্রেন এ টিকেট নিবেন)
কলকাতা থেকে আগ্রা নন এসি ৬০০ রুপি আর এসি তে আপনার ১২০০ থেকে ১৫০০ রুপি পরবে।
এখান থেকে আপনি ঘুরে আসুন রানী ভিক্টোরিয়ার প্যালেস, ইডেন গার্ডেন, বিরালা প্লানেতরিয়াম, শান্তি নিকেতন।
জন প্রতি খাবার খরচ পরবে প্রতি বেলা ৫০-১০০ রুপি
এই পোস্ট এর ছবি দেখতে এই লিঙ্ক এ ঢুকুন
এই পোস্ট পরবর্তী অংশ এখানে
বিঃদ্রঃ ইন্টারনেট এ গোলযোগ এর জন্য ছবি পোস্ট এর সাথে আপলোড করতেপারিনি , লিঙ্ক এ কিলিক করুন ছবি দেখার জন্য
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩০