প্রথম আলো
News Details - Full Banner_Above
চাঁদে সাঈদীকে দেখা যাওয়ার গুজব
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ০৩-০৩-২০১৩
* ৬৮ মন্তব্য
* প্রিন্ট
*
ShareThis
*
Share on Facebook
*
*
*
prothom-alojobs news details small ad
« আগের সংবাদ
চাঁদে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চেহারা দেখা গেছে বলে গুজব ছড়িয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায়। গতকাল শনিবার রাত ১২টার পর সাতকানিয়া সদরসহ আশপাশের এলাকার বেশির ভাগ মসজিদ থেকে সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে একযোগে মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর শত শত মানুষ রাস্তায় নেমে আসেন।
তবে ফজরের নামাজের পর সাতকানিয়া জামে মসজিদের ইমাম হাবিবুল হক মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘যারা এ ধরনের বক্তব্য দিচ্ছে, তাদের ইমান নষ্ট হয়ে যাবে। যদি সাঈদীকে চাঁদে দেখা যায়, তা হলে তো তিনি গ্রেপ্তার নেই। তা হলে তাঁর মুক্তি চাওয়ার দরকার কী। যাঁরা এ ধরনের অপপ্রচারে বিব্রত হবেন, তাঁদের ইমান থাকবে না। নষ্ট নয়ে যাবে।’
স্থানীয় লোকজন জানান, রাত ১২টার পর সাতকানিয়ার বোয়ালীপাড়া, সামিয়ারপাড়া, খলিফাপাড়া, রুজমপাড়াসহ আশপাশের অনেকগুলো মসজিদ থেকে চাঁদে সাঈদীকে দেখা যাচ্ছে বলে ঘোষণা দেওয়া হয়। যে যেখানে আছে, সবাইকে বাইরে বেরিয়ে আসতে বলা হয়। এরপর শত শত লোক বাইরে বেরিয়ে সাঈদীর মুক্তি ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করে।
উল্লেখ্য, সাতকানিয়া-লোহাগাড়া আসনে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শামসুল ইসলাম সাংসদ নির্বাচিত হন।
গতকাল পুলিশ ও জামায়াত-শিবিরের সংঘর্ষে সাতকানিয়ায় তিনজন নিহত হন।
ফেবু তে
দেখেন তো নিচের ছবি টা র সাথে মিল আছে কিনা? আর চাঁদ কি
পৃথিবী থেকে এমন গর্ত গর্ত দেখা জায় না ফটোশপ এর কারসাজি
নাকি উনি এনাদের সাথে গুরে আসছেন ?
[img|http://ciu.somewherein.net/ciu/image/105757/small/?token_id=c6d3c707311878e223358d4fa889b44b
বি বি সি, নাসা, সি এন এন এরা তো এই বেপারে কোন নিউজ দিতে পারল না, তারা কি গাঞ্জা খাইছে নাকি?
সেটে - লাইট এ ও দেখা গেল না আর দেখা গেল চট্টগ্রাম থেকে? জত্ত সব ছাগ্লামি