একটু একটু করে ঘুণপোকা খেয়ে চলে
ভঙ্গুর আমাদের এ কাঠের শরীর,
একটু একটু করে শুকিয়ে যায় জল
ক্ষীন স্রোতধারা এই জীবন নদীর।
একটু একটু করে পোড়ায় সে পুড়ে যাওয়া মন
আমিও পোড়াই তারে মাঝে মাঝে কেন অকারণ!
একটু একটু করে আমরণ মরছি সবাই
এতটা মরেও তবু কেন আরো বেশি মরতেই চাই!
মরতে মরতেও বেঁচে থাকা জীবনের সামান্য বোধ,
মাঝে মাঝে নেয় বড় মধুর মায়াবী প্রতিশোধ!
প্রতিশোধ নিয়ে বলে
আরেকটু কম মরতে যদি আগে,
কত কি পারতে পেতে
এখনও বেঁচে থাকা এই জীবনের ভাগে।
মেনে নিয়ে বলি,
পাইনি যা তা না হয় নাইবা পেলাম,
যা দিয়েছ তাই নিয়ে
মরণের কাছে আজ হার মানলাম।
এমন হেরেও পাই এ জীবনেই স্বর্গের সুখ
এমনি প্রতিশোধেও ভালবাসা ভরায় এ বুক।
এমন ক্ষমায় পাই আরেকটু বাঁচবার আশা
প্রায়শ্চিত্ত শেষে আবারও ফিরে আসে একই ভালবাসা।