অনেকদিন হল তেমন কিছুই লিখছিনা। সত্যি বলতে গেলে, লিখতে আমি পারিওনা (চাইওনা হয়তো)। পড়তেই বেশ লাগে কিন্তু পড়ার সুবিধাও কমে গেছে অনেক। এমন করেই পড়তে পড়তে এবং না পড়তে পড়তে এই ব্লগ সাইটের অনেক লেখাই পড়াও হয় মাঝে মাঝে। এখানে পড়তে পড়তে কোন লেখার ব্যাপারে ভাল লাগা বা না লাগা অথবা ভিন্ন কিছু জানাবার সুযোগ থাকায়, কিছু কিছু বলাও হয়েছে কখনো সখনো। এভাবেই লেখা শুরু এবং ভাবটা এখনো সেভাবেই আছে। তবে আমার এই পরাবাস্তব ঘরটা বেশ ফাঁকা ফাঁকা থাকায় মাঝে মাঝে অন্য কারও লেখায় আমার বলা কোন কথাকে একটু টেনে টুনে মোটামুটি আকারের একটা লেখায় দাঁড় করানোর চেষ্টাও করা হয়েছে মাঝে-মধ্যে। আশ্চর্যজনক ব্যাপার হল, সেসব লেখাতেও অনেকের ভাল লাগাও পেয়েছি!!! সেই সাথে পেয়েছি আরো লেখার অনুরোধ!
অনুরোধের ঢোঁক গিলতে চেয়েই হোক বা অকারণ আত্মপ্রসাদে ভূগতে চেয়েই হোক, আবারও চাইলাম কিছু একটা লিখতে। অনভ্যাস, অনিচ্ছা এবং আসলে আমার অসামর্থ্যের জন্যই আত্মপ্রসাদের ঢোঁকটা গেল গলায় আটকে। কোন মতে উগরে দিয়ে এযাত্রা রক্ষা। কিন্তু অনুরোধের ঢোঁক ফেরাই কি করে! তাই আবারও পুরনো অভ্যেসমত, এখানে কারো লেখায় আমার বলা কোন কথা খূঁজে এনে জুড়ে দিলাম এখানেই।
এখনও আকাশ বেশ নীল !!!
অনেক আলোর কণা একসাথে নিয়ে
মোমটাও জ্বলে জ্বলে ... জ্বলে গেল গলে;
তুমি জানলেনা!
আলো নিতে এসে, কত পতঙ্গ পুড়েছে সে মোমের অনলে
তুমি ভাবলেনা!
অঘন মেঘের সেই বিকেলে
আকাশে নীলের কমতি ছিলনা মোটে
তবু তোমার অতৃপ্ত চোখ, চেয়েছিল আরো বেশি নীল।
তারপর মদিরার সাময়িক ঘোরে
রাতের আকাশটাও নীল আলোয় গিয়েছিল ভরে
তোমাদের ঘোরলাগা চোখে, একাকী সে ঘরে।
এখনও আকাশ বেশ নীল
তবু তোমার তন্দ্রালু চোখে সে ধুসর
প্রিয়ার চোখটাই শুধু দিনে দিনে হয়েছে ঘোলাটে।
আর আরও অনেক মোম এভাবেই জ্বলে জ্বলে গিয়েছিল গলে;
তুমি বুঝলেনা!
-------------------------------------------------------------------
উপরে কবিতার মত অংশটুকু, প্রিয় কবি মাহী ফ্লোরা'র "এক অতন্দ্র পাতা " কবিতায় মন্তব্যকৃত।
আর পুরো লেখাটি ব্লগার ফারাহ দিবা জামান এর প্রতি উৎসর্গকৃত।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১০