আড্ডায় বসলে ফ্রেন্ডেদের মুখে মেয়েদেরকে “মাল” সম্বোধন করতে বহুবার শুনেছি। এই শব্দটা কেমন জানি থার্ডক্লাস টাইপের । কখনোই এসব শব্দ বলতাম না, এমনকি অনেক ফ্রেন্ডদের বুঝিয়েছি এই শব্দটা বলিস না। তুই আজ আরেকজনের বোনকে দেখে “মাল” বলছিস, কাল তোর বোনকে দেখে অন্য কেউ “মাল” বলবে। শুনতে ভাল লাগে?? অনেকে লজ্জায় এসব বলা ছেড়ে দিয়েছে।
এটা যে শুধু ছেলেরাই করে তা কিন্তু নয়। আমি নিজে শুনেছি মেয়েদের মুখে ছেলেদেরকে “মাল” “জিনিস” এসব বলতে। আজকের দিনে ছেলেরাও মেয়েদের হাতে নির্যাতিত হয়।ওইদিন তো একটা ভিডিও ক্লিপস দেখলাম ৫-৬ টা মেয়ে মিলে একটা ছেলে থাপ্পর, লাথি হ্যাস্তন্যাস্ত করে ছেড়ে দিল। এসব ভাবলেও মান সম্মানে লাগে। আমার মনে আছে ঢাকা থেকে ব্রাক্ষনবাড়িয়া যাচ্ছি, দুর্ভাগ্যবশত টিকেট মিললো না। কারো সাথে কথা বলেও কোন ব্যবস্থা হল না। রাতের জার্নি, খানিকটা ঘুম পাচ্ছে। কমলাপুর থেকে বিমানবন্দর আসতে অনেক সিট ফাকা। বসবো না করে করেও বসে পড়লাম। ঘুম পেয়ে গেল। বিমানবন্দর এসে পড়েছে টের পাইনি। এক মেয়ে ডাক দিতে ঘুম ভেঙে গেল। জিজ্ঞেস করলো, সিট টা কি আপনার? ঘুম ঘুম চোখে না বলে সিট থেকে উঠে পড়লাম। সঙ্গে সঙ্গেই মেয়েটার হুংকার, সিট আপনার না তো বসছেন কেন? কোন উত্তর না দিয়ে কম্পার্টমেন্ট থেকে চলে আসলাম। উত্তর দিলে অনেক কিছু দেয়া যেত, কিন্তু ভুল তো আমার বসলাম কেন? বাড়িতে যাওয়ার আগে আসার টিকেট কনফার্ম করে রাখি ১২০ টাকার টিকের ৪০০ টাকা দিয়ে অনেকবার নিয়েছি, আর এখন তো আমার টাইম খারাপ।
বাসে আমি কত মেয়ে/মহিলাকে সিট ছেড়ে বসতে দিয়েছি। আবার আমি নিজেই দেখেছি সিট নিয়ে বাসের মধ্যে কত ছেলে মেয়ে ঝগড়া করতে। প্রতিবন্ধী ও মহিলাদের জন্য সংরক্ষিত আসন এক বয়স্ক লোক বসে আছে, পুচকি একটা মেয়ে বাসে উঠতেই বাপের সমান বয়সী ওই লোককে, বসলেন কেন এখানে? ওঠেন, আমি বসবো। এদের জন্যই হয়তো আন্তর্জাতিক নারী দিবস করা হয়েছে। আমার পরিচিত ২-১ জন মেয়ে আছে যারা বাসের মধ্যে কোন লোক গায়ে হাত দিলেও লজ্জায় কিছু বলতে পারেনা। সেই হিসেব করতে গেলে ৭০% মেয়ে অসহায়। এসব শুনলেও গা জালা দিয়ে উঠে।
সম্মান দিলে সম্মান পাওয়া যায় । আন্তর্জাতিক নারী দিবসে ক্ষমতাবান আর অসহায় সকল নারীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। শুধু দৃষ্টিভঙ্গি বদলালে হবেনা। মন ঠিক থাকলে সব ঠিক।
এই সুবাদে মনে পড়লো, আন্তর্জাতিক নর দিবস হয়না কেন?? অন্তত একটা দিন নিজেকে গর্বিত ভাবা যায়……।। :p