ব্লগ লিখছি আফ্রিকা থেকে। আফ্রিকার পরিবেশ এখানে বাংলাদেশীদের কি কি সমস্যা আর অবৈধ পথে আফ্রিকা আসা নিয়ে সম্পূর্ণ একটি ব্লগ লিখবো।
আফ্রিকানরা সাধারনত কাজ করতে চায়না, অনেকটা অলস প্রকৃতির মানুষ। এরা এত অলস বলেই এশিয়ান, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানী, চাইনীজ রা এসে এখানে ব্যবসা করে খেতে পারছে। প্রতি বছর এশিয়ানরা আফ্রিকা থেকে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে। এটা এমন এক দেশ যেখানে টাকার জন্য সিস্টেম বানিয়ে ফেলবে আবার টাকার জন্য পিউর সিস্টেম ভেঙ্গে ফেলবে। আফ্রিকায় আমাদের জন্য প্রবলেম হচ্ছে ২টা। ১. এখানে এসে কাগজপত্র করা, ২. সন্ত্রাসীদের ভয়। ক্রাইম নিয়ে আফ্রিকার বিরাট দুর্নাম আছে কিন্তু মূলত আফ্রিকান লোক ক্রাইম করেনা, ক্রাইমগুলা করে এদেশে বসবাসরত জিম্বাবুয়ে, মোজাম্বিক, নাইজেরিয়া, কঙ্গো এর মানুষজন। এদেশে ৭০% জব হচ্ছে পুলিশ আর আইটি। এদের টাকার মান আমাদের চেয়ে অনেক বেশি, যার কারনে অল্প টাকায় অনেক কিছু কেনা যায়। আমাদের দেশে সবার কাছেই কিছু না কিছু টাকা জমা থাকে কিন্তু এরা হাজার টাকা ইনকাম করলেও কোন টাকা জমা থাকেনা, কিছু যাবে মেয়ে মানুষের পেছনে আর বাকিটা শনিবার রাত আর রবিবার দিন মদ খেয়ে শেষ করে ফেলবে। এখানেও কথা আছে, ৫০ পয়সার চুইংগাম একটা মেয়ে পটাতে যথেষ্ট :p আর মদ কিনতেও বেশি টাকা লাগেনা ৯-১০ টাকা হলেই ১ লিটার বিয়ার কেনা যায়। ভরপুর মদ খাওয়ার পরে মাতাল হলেও দেখি তালে ঠিক......
ফেইসবুক ফ্রেন্ড লিস্টে আফ্রিকা বসবাসরত বাংলাদেশী আছে কম করে হলেও ২০+ কখনো কেউ আফ্রিকা নিয়ে কিছুই লিখেনা কিন্তু আমি লিখব ব্লগে এবং ফেইসবুকে পার্ট বাই পার্ট।