উল্লেখ্য, ১৯০৪-১৯০৫ সালব্যাপী সেই যুদ্ধে পরাজয়ের পর থেকে কোরিয়া পরিণত হয় জাপানের একটি উপনিবেশে। আজও কোরিয়ানদের রয়ে গেছে জাপানের প্রতি তীব্র ঘৃণা। বিশেষত:, কোরিয়ার বহু নারীকে জোরপূর্বক যৌনদাসী হতে হয়েছিল জাপানের সৈনিকদের, সেই বেদনাময় স্মৃতি আজও মন থেকে মুছে ফেলতে পারেননি কোরিয়ানরা।
আজ প্রায় ১০০ বছর পর দ: কোরিয়ান সরকার এই প্রথম সরকারীভাবে ঘাতক দালালদের বিচারের যে ব্যবস্থা করেছেন, তাতে সেই নির্যাতিত নারীদের অসহায় আত্নাগুলো একটু হলেও শান্তি পাক, এটাই আমার কামনা। সেই সাথে এও বলি, ইতিহাসের এই পুনরাবৃত্তি এদেশেও হবে, দ: কোরিয়া যা ১০০ বছর পর করতে পেরেছে, স্বাধীন বাংলাদেশে তা এর চেয়েও কম সময়ে হবে, এই পাশবিক অন্যায়ের শাস্তি হতেিই হবে।
তথ্যসূত্র: বিবিসি
Click This Link
ছবিসূত্র: উইকিপিডিয়া
Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০০৭ বিকাল ৪:৪৬