দুনিয়াতে আমাদের শিশুরাই হল আমাদের সবচেয়ে পছন্দের। তার জন্য আমরা সব ধরনের কষ্টই সহ্য করি এবং তার উপকার হয় এমন সব কিছুই করার চেষ্টা করি। যখন তার মুখে প্রথম ভাঙ্গা ভাঙ্গা কথা বলা শুরু হয়, তখন আমরা এত খুশি হই যে তার কোন সীমা থাকেনা। তার শৈশবের মুহুর্তগুলো আমরা বিভিন্ন ভাবে ধরে রাখার চেষ্টা করি।
এই ভালবাসা মুসলিম-অমুসলিম সকল পিতা-মাতারই।
এখন একটু ভেবে দেখুন. . .
- একজন মুসলিম পিতামাতা হিসেবে আল্লাহর দেয়া দায়িত্ব কি আমরা যথাযথভাবে পালন করছি???
- ইসলামের স্তম্ভগুলো সম্পর্কে আমাদের শিশুদেরকে কি শিক্ষা দিচ্ছি???
- তাওহীদ-শিরক-কুফর-কবীরা গুনাহ ইত্যাদি সম্পর্কে শিক্ষা দিচ্ছি???
- আমরা কি তাদেরকে কখনো বলি যে, আল্লাহ আমাদের মালিক এবং এই বিশ্বজাহানের মালিক???
- আমরা কি তাদের সাথে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কথা শেয়ার করি???
- তারা কি প্রত্যেক কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলে???
- তারা কি ইসলামের ফিতরার ওপর জন্ম গ্রহণ করেনি???
- আমরা কি তাদেরকে ইসলাম সম্পর্কিত প্রাথমিক শিক্ষা দিই???
এক মুহুর্তের জন্য ভেবে দেখুন…
এবং সত্যকে স্বীকার করুন।
যদি আপনি এটি মানেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেছেন, মুসলমানরাই সর্বোত্তম জাতি। তাহলে আসুন আমরা আমাদের প্রিয় মুসলমান সন্তানদের সেকুলার নয়, বরং ইসলামিক শিক্ষায় শিক্ষিত সচেতন মুসলমান হিসেবে গড়ার চেষ্টা করি, যেন আগে যেয়ে তাদের এমন মৃত্যু না হয় যে নাপাক হিন্দুদের নামের সাথে তাদের পবিত্র নাম যুক্ত হয়।
তাদের ব্যাপারে এমন কথা না ওঠে যে, তাদের জানাজার নামায হবে কিনা???
যে পিতা-মাতা তার সন্তানকে চিরকালের যন্ত্রণাময় আযাব থেকে বাচাঁনোর চেষ্টা করে এবং একজন আদর্শ মুসলমান বানানোর চেষ্টা করে, তারাই তো আদর্শ পিতামাতা।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪