আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
“নিশ্চয়ই, আল্লাহর কাছে পছন্দের কালিমা (কথা) হচ্ছে যখন বান্দা বলে,
‘সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবা-রাকাসমুকা, ওয়া তা’আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক।’
[হে আল্লাহ! তুমি পাক পবিত্র, সকল প্রশংসা তোমারই জন্য। তোমার নাম মহিমান্বিত, তোমার স্বত্তা অতি উচ্চ প্রতিষ্ঠিত এবং তুমি ছাড়া ইবাদাতের যোগ্য কোন উপাস্য নাই।]
আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কথা হচ্ছে,
যখন এক ব্যক্তি অন্য ব্যক্তি কে বলে:
‘আল্লাহকে ভয় কর!’
এবং
জবাবে সে বলে:
‘তোমার নিজের ব্যাপারে চিন্তা কর।’
[সিলসিলাত আল হাদীস, আস-সাহীহ#২৫৯৮]
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২