ওমর ইবন খাত্তাব রাদিআল্লাহু আনহু- কোন ব্যক্তিকে উপদেশ দিচ্ছিলেনঃ
“যে বিষয় তোমার সাথে জড়িত নয়, তা নিয়ে কথা বলনা।
তোমার শত্রুকে চিনে রাখ এবং বন্ধুদের ব্যাপারে সতর্ক থাক, তাকে ছাড়া যে বিশ্বাসযোগ্য এবং কেউই বিশ্বাসযোগ্য নয় সে ছাড়া যে আল্লাহকে ভয় করে।
খারাপ লোকের সাথে চলাফেরা করবে না, কারন সে তোমাকে তার মন্দ কাজ শিখিয়ে দিতে পারে এবং তার কাছে কখনো তোমার গোপন কিছু প্রকাশ কর না।
যখন তোমার পরামর্শের প্রয়োজন হবে, পরামর্শ নিবে শুধু তার কাছে থেকে যে আল্লাহ আযযা ওয়া জাল্লাকে (শক্তি ও মর্যাদার অধিকারী) ভয় করে।”
[সিফাত উস সাফওয়াঃ ১/১৪৯]
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩