পইড়া তো মজাই লাগছিলো। ভাষা ভাল, ঘটনার ঘনঘটা। চারপাশের পরিচিত বা বিখ্যাত লোকজনের গোপন কথা ফাস হওনে আনন্দও পাইছিলাম।
তারপর লাগলো ভয়। মনে করতে চেষ্টা করলাম বোঝার বয়স থেইক্যা যত মেয়ের সঙ্গে পরিচিত হইছি, সম্পর্ক করছি তারা কে কে কবিতা বা গদ্য লিখতো। মনে কইরা দেখলাম এমুন কেউ নাই। যারা আছে তাগো লগে আমার কিছু ছিল না।
তয় ভয় এহনো যায় নাই। যে আগে লিখতো না সে যে ভবিষ্যতে লিখবো না তার গ্যারান্টি কই।
তয় নতুন একটা সিদ্ধান্ত লইছি এবং কাজে লাগাইতাছি। এহন কোনো মেয়েরে পছন্দ হইলেই জাইনা লই হে কবি কিনা বা গদ্যে সখ আছে কিনা। যদি দেখি এই রহম কিছু তাইলে ভো দৌঁড়। এই তো সেদিন এক মহিলা উপস্যাকের লগে দেখা ও পরিচয়। একদিন ফুন করছিলো, আমি ভাব ধরলাম যে চিনি না।
আমার সিদ্ধান্ত হইতাছে পদ্য বা গদ্য লেখে এমন মেয়ে থেইক্যা শতহস্ত দূরে থাকো।

আলোচিত ব্লগ
প্রেমিকাকে বা বউকে প্রেম নিবেদনের জন্য সেরা গান
নীচের দেয়া গানটাতে হিন্দি, বাংলা, গুজরাটি, পাঞ্জাবী এবং ইংরেজি ভাষায় প্রেম নিবেদন করা হয়েছে। নীচে গানের লিরিক্স এবং বাংলা অর্থ দিলাম। আশা করি গানটা সবার ভালো লাগবে। এই হিন্দি... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৫৩
কেন জানি মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে।
কিছুই ভালো লাগছে না। ইচ্ছা করছে ঘোড়ায় চড়ে রাস্তায় বেরিয়ে পড়ি। হাতে থাকবে চাবুক। যেখানে অন্যায় দেখবো লাগাবো দুই ঘা চাবুক। সমস্ত... ...বাকিটুকু পড়ুন
সব আমরাই করেছি
পাছায় হাজার লাত্থি, গালে কষে চর,
এমনি করে কেটে গেলো ১৭ বছর।
ছাত্র তরুণ, সাধারণ জনতা বুবুরে দিলো খেদায়া,
হঠাৎ করেই গর্ত থেকে উঠলো এরা চেগায়া।
চোখের পানি নাকের পানি করলো একাকার,
ডুকরে... ...বাকিটুকু পড়ুন
একটি ঐতিহাসিক দিন: বাল সাম্রাজ্যের পতন
একটি ঐতিহাসিক দিন: বাল সাম্রাজ্যের পতন
প্রিয় পাঠক, গতকাল ১০ মে ২০২৫। এই দিনটি কোনো সাধারণ দিন ছিল না। এটি ছিল ঐতিহাসিক এমন একটি দিন, যা বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে ছোট্ট দুটি কথা।
আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ হল। অনেক আলোচনা সমালোচনা চারিদিকে। থাকাটাই স্বাভাবিক। কিন্তু কিছু কথা আছে যেগুলো এড়ানো যায়না। আফটার অল,অন্তর্বর্তীকালীন সরকারের এহেন সিদ্ধান্ত ঠিক এদেশের আমজনতার ম্যাণ্ডেট... ...বাকিটুকু পড়ুন