পইড়া তো মজাই লাগছিলো। ভাষা ভাল, ঘটনার ঘনঘটা। চারপাশের পরিচিত বা বিখ্যাত লোকজনের গোপন কথা ফাস হওনে আনন্দও পাইছিলাম।
তারপর লাগলো ভয়। মনে করতে চেষ্টা করলাম বোঝার বয়স থেইক্যা যত মেয়ের সঙ্গে পরিচিত হইছি, সম্পর্ক করছি তারা কে কে কবিতা বা গদ্য লিখতো। মনে কইরা দেখলাম এমুন কেউ নাই। যারা আছে তাগো লগে আমার কিছু ছিল না।
তয় ভয় এহনো যায় নাই। যে আগে লিখতো না সে যে ভবিষ্যতে লিখবো না তার গ্যারান্টি কই।
তয় নতুন একটা সিদ্ধান্ত লইছি এবং কাজে লাগাইতাছি। এহন কোনো মেয়েরে পছন্দ হইলেই জাইনা লই হে কবি কিনা বা গদ্যে সখ আছে কিনা। যদি দেখি এই রহম কিছু তাইলে ভো দৌঁড়। এই তো সেদিন এক মহিলা উপস্যাকের লগে দেখা ও পরিচয়। একদিন ফুন করছিলো, আমি ভাব ধরলাম যে চিনি না।
আমার সিদ্ধান্ত হইতাছে পদ্য বা গদ্য লেখে এমন মেয়ে থেইক্যা শতহস্ত দূরে থাকো।
আলোচিত ব্লগ
মি সোহেল তাজের বিবাহ এবং আমার চিন্তা ভাবনা!
মি সোহেল তাজের আপাতত ফাইন্যাল বিবাহকে আপনারা কে কিভাবে দেখলেন জানিনা, তবে আমার কাছে বেশ ভাল লেগেছে, আমি মনে সাহস ও আনন্দ পেয়েছি। ইটস এ পাওয়ার ক্যাপল নাও! প্রচুর... ...বাকিটুকু পড়ুন
নামাজ পড়ানোর জন্য টাকা না দিলে ইমাম খুঁজে পাওয়া যাবে?
টাকা না দিলে নামাজের জন্য ইমাম খুজে পাওয়া যাবে না।
টাকা না দিলে মসজিদে আযান দেওয়ার জন্য লোক খুজে পাওয়া যাবে না। টাকা না দিলে ওয়াজ করার জন্য... ...বাকিটুকু পড়ুন
হাফেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর বাংলাদেশ এম্বেসির হাফেজ ফার্স্ট সেক্রেটারির সাথে দেখা
আমি কয়েক বছর ইংল্যান্ডে ছিলাম। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটিতে থেকেছি। তাই, ইউরোপীয় কালচারের সাথে বেশ পরিচিত। একদিন, সেই দেশের একটি ইউনিভার্সিটি'র মসজিদে বসে রয়েছি, হঠাৎ মিষ্টি কিন্তু দরাজ... ...বাকিটুকু পড়ুন
আজকের দিনটি বিশ্ব ও বাংগালীদের জন্য ১টি ভয়ংকর সময়ের সুচনা হতে পারে।
আপডেট:
সকাল ৯:০০ টা: ট্রাম্প এক চার্চে; কিন্তু সে ধর্মের ধারও ধারে না।
৯:২০: চার্চ সার্ভিস শেষ, হোয়াইট হাউসে যাচ্ছে।
৯:৫৫ : বাইডেন এই মহুর্তে... ...বাকিটুকু পড়ুন
যুক্তরাষ্টের ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প(তারাম) !
বাইবেল ছুঁয়ে ট্রাম্প শপথ নিয়েই বলেছেন, "ঠিক এ মুহূর্ত থেকে শুরু হল যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হলো"। ওয়াশিংটন ডিসিতে দুপুর বারোটার সময় দুইটি বাইবেল স্পর্শ করে ডোনাল্ড ট্রাম্প... ...বাকিটুকু পড়ুন