গত কাল রোববার বিকাল ৪টায় দঃ কোরিয়ার খুয়াংজু সিটিতে বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ দঃ কোরিয়া'র উদ্যগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্টান অনুস্টিত হয় ।
সংগঠনের সভাপতি মিজানুরর রহমান মিজানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে উপস্হিত ছিলেন কোরিয়াস্হ বাংলাদেশ দুতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব শহীদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে , দূতাবাসের কাউন্সিলর জনাব জুরকান নাঈম , প্রথম সচিব নাসির এরশাদ , মানবাধিকার নেত্রী কিম বাম ইউ , মিসেস পার্ক জি চ্যুই। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক নজরুল ইসলাম খান , উপদেষ্টা এম ডি ইসলাম ,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ আবুল বাহার সহ সাংগঠনিক সম্পাদক শামীম রেজা অর্থ সম্পাদক মোবারক হোসেন ।
বিকাল ৪ টায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান এর পর জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা । একাত্তুরের সকল শীহীদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় । তার পর আলোচনা অনুষ্টানে মাননীয় প্রধান অতিথি
মান্যবর রাষ্ট্রদূত জনাব শহীদুল ইসলাম তার বক্তব্যে সারাবিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশীদের মত কোরিয়া প্রবাসীদের ও দেশের অর্থনীতিতে রেমিটেন্স পাঠিয়ে গুরুত্বপূর্ন অবদান রাখায় ধন্যবাদ জানান । তিনি আরও বলেন , এখনো স্বাধীনতার মুল লক্ষ্য অর্জিত হয়নি আমাদের , রাজনৈতিক স্বাধীনতা অর্জিতা হলেও অর্থনৈতি মুক্তি আমরা এখনো পাইনি । তবে স্বাধীনতার এই দীর্ঘ সময়ে আমাদের অর্জন ও কম নয় ।৭১ পরবর্তিতে আমাদের জনসংখ্যা ছিলো সাড়ে সাত কোটি তখনো আমাদের খাদ্য ঘাটতি ছিলো । আর এখন জনসংখ্যা পনের কোটির উপরে কিন্তু আমাদের এখন আমাদের খাদ্য ঘাটতি অনেক কমে এসেছে । আর এই কঠিন কাজটি করেছেন আমাদের কৃষক ভাইয়েরা ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ আবুল বাহার কে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়েছে ।( বিঃদ্রঃআবুল বাহার ১০ বছরের প্রবাস জীবনের ইতি টেনে ১৭ এপ্রিল দেশে যাচ্ছেন। )
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের শিল্পীদের গান , কবিতা , একক অভিনয় দর্শকদের মুগ্ধ করে রাখে ।
কাউন্সিলর সাহেব
প্রথম সচিব সাহেব..
মানবাধিকার নেত্রী ....
সাধারন সম্পাদক
জনৈক সাহিত্য ও প্রকশনা সম্পাদক ।

গানের শিল্পী
একক অভিনয় .
গানের শিল্পী...
আবারও গান..

সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫০