রাগবি বিশ্বকাপে আজ বাংলাদেশ সময় দুপুর ২: ৩০ মিনিটে A গ্রুপের গুরুত্বপূর্ণ খেলায় শিরোপা প্রত্যাশি নিউজিল্যান্ড(১) মোকাবিলা করবে অপর শক্তিশালী ফ্রান্সের(৫)। নিউজিল্যান্ড গত দুইটি বিশ্বকাপে এই ফ্রান্সের নিকট পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। তাই আজকের ম্যাচটির দিকে আগ্রহভরে উপভোগ করবে বিশ্বের কোটি কোটি রাগবিপ্রেমী দর্শক। আপনিও এ খেলাটি টেলিভিশনে সরাসরি দেখতে পারেন Neo Sports চ্যানেলে আজ বাংলাদেশ সময় দুপুর ২: ৩০ মিনিটে ।
খেলাটি বাংলাদেশের দর্শকদের জন্য নতুন। তাই রাগবি খেলার কিছু সাধারণ নিয়ম আপনাদের জানা থাকলে খেলাটি উপভোগ করতে পারবেন আশা করছি।
রাগবি খেলার বেসিক নিয়ম-কানুন:
একটি দল অপর দলের গোললাইনের সীমানায় বল স্পর্শ করলে দলটি পাঁচ পয়েন্ট পাবে।একে বলা হয় Try.
সামনের দিকে পাস দেয়া যাবে না। পেছনের সতীর্থ খেলোয়াড়কে পাস দিতে হবে।
বলকে হাত দিয়ে ধরে বা কিকের মাধ্যমে সামনে নেয়া যাবে। বল বহনকারী খেলোয়াড়কে ট্যাকল করা যাবে। ট্যাকল অর্থ তাকে বিধিসম্মতভাবে বাধা দেয়া বা মাটিতে ফেলা যাবে। বিধিভঙ্গের কারনে রেফারী স্ক্রাম অথবা পেনাল্টি কিকের নির্দেশ দেন। পেনাল্টি কিকটি গোলবারের মধ্যদিয়ে নিতে সমর্থ হলে কিকার দল তিন পয়েন্ট পাবে।
Try স্কোরের পর দলটি একটি বোনাস কিক পাবে। যেখানে Try স্কোর হয়েছে সে স্থান বরাবর মাঠের ভিতরে যেকোন স্থান থেকে কিকটি নেয়া যাবে।বোনাস কিকটি সফলভাবে নিতে পারলে দলটি অতিরিক্ত দুই পয়েন্ট পাবে। একটি দলে ১৫ জন করে মাঠ খেলোয়াড় থাকে। তবে ১২,১০ ও ৭ এর ভার্সন রয়েছে।আন্তর্জাতিক ম্যাচগুলো ৪০+১০+৪০ মিনিট খেলা হয়ে থাকে।
রাগবি টেকনিক:
রাগবি খেলায় সামনে পাস দেয়া যায় না তাই জায়গা দখলের জন্য প্রতিটি দল কিছু কমন টেকনিক অবলম্বন করে থাকে। এগুলো হলো- রাক, মল, স্ক্রাম।
স্ক্রাম হলো প্রতিটি দলের আটজন করে মোট ষোলজন খেলোয়াড় পরস্পর ঘাড় দিয়ে ঠেলে জায়গা দখলের চেষ্টা।
রাক হলো যখন বল বহনকারী বিপক্ষ দলের খেলোয়াড়দের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে সামনে এগুতে না পেরে বলসহ মাটিতে শুয়ে পড়ে তখন বিপক্ষদলের কোন খেলোয়াড় বলের লাইনটি অতিক্রম করতে পারে না।
মল : রাগবিতে থ্রোয়িংকে বলা হয় লাইন আউট। সাধারণত লাইন আউটের সময় বল বহনকারী মাটিতে না পড়ে দাড়িয়ে দাড়িয়ে সতীর্থদের নিয়ে ঠেলে ঠেলে বিপক্ষের গোল লাইনের দিকে এগিয়ে যাওয়াকে বলা হয় মল।
বিস্তারিত জানা যাবে: irb laws 2011ওয়েব সাইট ভিজিট করলে।
সাধারণ নিয়মগুলো জানা থাকলে খেলাটি আপনার নিকট উপভোগ্য হবে আশা করছি।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৫৯