রাত পৌনে আটটা হবে । রিকশায় ফিরছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে যে রাস্তা এল প্যাটার্ন হয়ে বামদিকে কমলাপুর স্টেডিয়াম অভিমুখে গিয়েছে । মাঝে মধ্যে বেইলি রোড থেকে সায়দাবাদ আসার সময় এই রাস্তায় আসা হয় । রিকশা চলছে ঝড়ের গতিতে । ঝড়ের গতিতে চলায় বিরক্তি প্রকাশ করে একটু আস্তে চালাতে বললাম । বাম দিকে মোড় নিয়ে কমলাপুর স্টেডিয়াম বরাবর চলছে । একটু দুরেই কিন্তু ছোট্ট একটি পুলিশ রুম আছে ।ফোনে কথা বলছি আমি ।
আমার সাথে ছিল ১৫ হাজার টাকার মতন । আচানক আমার রিকশার চেয়েও ঝড়ের গতিতে আরেকটা রিকশা আমার পাশ দিয়ে যাচ্ছিল । মজবুত শরীরের এক যুবক সালাম দিয়ে বলল, “ আমাকে চিনছেন ?” বলেই হঠাত তার রিকশা দিয়ে আমার রিকশাকে চাপিয়ে দিয়ে থামাল । লোকটা দ্রুত নেমেই আমাকে বলল , “ আমাকে চিনেন নাই ? আপনি জাকির (?) আঙ্কেলের কাছে যান না ?”
বিপদের গন্ধ পেয়ে ফোনেই বল্লাম , “ একটা মিনিট ধর, আমি কমলাপুর রেল স্টেশনের কাছে “ । ফোন কানেক্টেড অবস্থায় লোকটাকে শুনিয়ে বল্লাম। লোকটাকে বল্লাম , আমি জাকির আঙ্কেলকে চিনি না , আপ্নাকেও চিনি না । সাথে সাথে রিকশাওয়ালাকে বল্লাম , এই টানেন , জোরে টানেন ।
অই লোকটা তখন বলে উঠল, “আরে যান কই । থামেন । আপনি তো জাকির (?) আঙ্কেলের কাছে যান ।“ এবার পিছন থেকে কে জানি বলে উঠল , থামেন থামেন । তাকিয়েই দেখি দুজন লোক পিছন থেকে হেঁটে আসছে প্রায় রিকশার নিকটে । আর এদিকে তাকিয়ে দেখি , লোকটা একটা পা দিয়ে রেখেছে আমার রিকশার চাকার নীচে ।
আশু বিপদের তাড়নায় আমার মস্তিস্ক হঠাত কাজ করল যে, লোকের এটেনশন নিতে হবে । রিকশাওলার পিঠে আঙ্গুল দিয়ে গুতা দিয়ে বাজখাই গলায় চিতকার করলাম , “ ওই শুয়োরের বাচ্চা তোরে জোরে চালাইতে কইসি না ? তাত্তাড়ি কর্ ?”
আঁতকা মোচড় দিয়ে অই লোকটার পা এড়ানোর সময়টুকু লাগিয়ে রিকশাওলা দিল টান । ভাগ্যিস সামনে রাস্তা খালি ছিল ।
আমার এই সেন্স কাজ করেছিল যে রিকশায় থাকা লোকটার পক্ষে ফুটপাথ থেকে লোক ছুটে আসবে কেন ? উদ্দেশ্য ভাল হলে পা রিকশার চাকার সামনে প্রতিবন্ধক হিসেবে রাখবে কেন ? সম্ভবত আমার পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতার সাথে আশি+ কেজি ওজনের ভারি দেহ, মাথার সাইডে সেমি আর্মি কাটিং দিয়ে কিছুটা উঠিয়ে চুল কাটা আর বাজখাই গলায় চিতকারের জন্য দ্রুত সেখান থেকে ছুটে আসতে পেরেছি । পরে রিকশাওয়ালাকে বল্লাম গালিটা ইচ্ছে করে দেইনাই, দরকারে দিয়েছি । বলতে নেই, জোরে চিতকার দিলেও ভিতরটা ধুকপুক করছিল ।
নাহ ঈদের আগে পরে এই কয়েকদিন রাতের বেলা রিক্সশাটা এড়িয়ে চলতে চেস্টা করব ।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৫