রাশিয়া বিশ্বকাপের জন্য ছয়টা অঞ্চলের ২০৯ টা দেশ ৮৬৮টা ম্যাচ খেলে ২৪৫৪টা গোল দেয়া নেয়া করে ১৭৭টা দেশকে ছিটকে ৩২টা দেশ চুড়ান্ত প্রতিযোগিতায় উৎরে গেছে।১৭৭ টা দেশের মাঝে পরিচিত দেশের খেলা দেখতে না পারা পীড়া দা্যক।
আফ্রিকা অঞ্চল থেকে পাঁচটা দেশ মরোক্কো,মিশর,নাইজেরিয়া,সেনেগাল,তিউনিশিয়া আসলেও বাদ পড়েছে আলজেরিয়া,আইভেরি কোষ্ট,ঘানা,সাউথ আফ্রিকা।
আমাদের এশিয়া বাদ পড়া বা না পড়া নিয়ে কোন আক্ষেপ নেই।টিকেট পাওয়া দেশ গুলো-সিরিয়া,ইরান,সৌদি আরব,দঃকোরিয়া,অষ্ট্রেলিয়া।
ইউরোপ অঞ্চলের ১৪টা দেশ বেলজিয়াম,ক্রোয়েশিয়া,ডেনমার্ক,ইংল্যান্ড,ফ্রান্স,জার্মানি,আইসল্যান্ড,পোল্যান্ড,পর্তুগাল,সার্বিয়া,স্পেন,সুইজারল্যান্ড,সুইডেন ও রাশিয়া আসলেও বাদ পড়েছে ইটালী,হল্যান্ড,গ্রীস,রুমানিয়া, চেক রিপাবলিক,হাঙ্গেরি,আয়ারল্যান্ডের মত পরিচিত দেশগুলো।তবে আর যাই হোক ইটালী ও হল্যান্ডের জন্য মনটা পোড়াবে অনেক বেশী।এই দুই দেশই আধুনিক ফুটবল খেলা বিশ্বকে শিখিয়েছে।
উত্তর ও মধ্য আমেরিকা থেকে কোষ্টারিকা,মেক্সিকো ও পানামা আসলেও বাদ পড়েছে আমেরিকা,হন্ডুরাস।
দঃ আমেরিকা থেকে আর্জেন্টনা,ব্রাজিল,কলম্বিয়া,পেরু,উরুগুয়ে আসলেও বাদ পড়েছে চিলি,প্যারাগুয়ে,বলিভিয়া,ইকুডিয়রের মত পরিচিত দেশ।যে ফরমেটে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তাতে বর্তমান সময়ের সেরা দল গুলোই চুড়ান্ত পর্বে উৎরে গেছে,অতএব লড়াই হবে জমজমাট,না হবার কোন কারন নেই,খেলাটা যে বিশ্বকাপ।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৮ রাত ২:১৭