বিশেষ প্রতিবেদকঃ
আমি জ্বিনের বাদশা। আমি সবকিছু করতে পারি। তোকে বড়লোক বানিয়ে দেবো। এভাবেই কথা শুরু করে প্রতারক জ্বিনের বাদশা পরিচয় দানকারী গোষ্ঠী। দীর্ঘদিন ধরে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে একটি প্রতারক গোষ্ঠী সহজ সরল মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নিচ্ছিল। আজ সকালে পিতলের মূর্তিকে সোনার মূর্তি বলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মাগুরায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিবির ওসি জনাব মোঃ ইনামুল হক, পিপিএম এর নেতৃত্বে মাগুরা ডিবি পুলিশ আজ শহরতলীর পারনান্দুয়ালী ৩ নম্বর ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইলে জিনের বাদশা পরিচয় দানকারী প্রতারক এ গোষ্ঠীর অন্যতম হোতা আঃ রহিম (৫৫), পিং-মকবুল মিস্ত্রী, মাতা-আমেনা বেগম, সাং-চর সিংহ ডাঙ্গা কানিপুর, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা’কে ৩৩৫ গ্রাম ওজনের পিতলের ০১ (এক) টি লক্ষী মুর্তিসহ গ্রেফতার করে।
আজ সকালে প্রতারক আব্দুর রহিম মাগুরার আমুড়িয়া গ্রামের গৃহবধূ আখিরন নেছার কাছে একটি সোনার মূর্তি দেবার কথা বলে পিতলের মূর্তি নিয়ে মাগুরায় আসে। গোপনে এ সংবাদ পেয়ে মাগুরা ডিবি পুলিশ কৌশলে আব্দুর রহমানকে গ্রেফতার করে। ইতিপূর্বে এ চক্রটি ওই গৃহবধূর কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লাখ টাকার উপরে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগে প্রকাশ।
মাগুরা ডিবি পুলিশের ওসি ইনামুল হক জানান, এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২০