শেষ পর্যন্ত ১৮৯৪ সালের ১ লা নভেম্বর, জার তৃতীয় আলেকজান্ডার মৃত্যুর কোলে ঢলে পড়লেন । এবং ছাব্বিশ বছরের নিকোলাস পৃথিবীর সবচেয়ে বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়ে বসলেন ।
কাজিন আলেক্সান্দার ('সান্দ্রো') এসে দেখলেন নিকি, বাবার ঘরের পাশের করিডরে অত্যন্ত বিষন্ন মুখে দাঁড়িয়ে আছেন । 'সান্দ্রো' বললেন নিকোলাস । 'আমার, আলিক্সের, মা'র গোটা রাশিয়ার কী হবে? আমি কখনো সম্রাট হতে চাইনি । আমি দেশ চালানোর কিছুই জানি না ।'
লিভাদিয়াতে শেষ সন্মান জানানোর জন্য যখন নৌবাহিনীর কামান গুলো তোপধ্বনি করছিল আর লিভাদিয়া প্রাসাদের জানালাগুলো সব কালো কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়েছিল শোক প্রকাশের জন্য তখনই প্রাসাদের উপাসানলয়ে, নিকোলাই আলেক্সান্দরোভিচ রোমানভ, জার দ্বিতীয় নিকোলাস হিসেবে শপথ নিলেন ।
তারপরেই একই জায়গায় প্রিন্সেস আলিক্স, তাঁর জন্মগত লুথারান বিশ্বাস করে অর্থোডক্স ধর্ম গ্রহন করলেন আনুষ্ঠানিকভাবে । ধর্মান্তরণের সাথে সাথেই তাঁর নাম পাল্টে তিনি নাম রাখলেন, 'আলেক্সান্দ্রা ফিউদরভনা' । আমরা এরপর থেকে আলিক্সকে জারিৎসা আলেক্সান্দ্রা/ আলেকজান্ড্রা নামেই উল্লেখ করব ।
তার কয়েকদিনের মধ্যেই সমস্ত পরিবার তৃতীয় আলেকজান্ডারের কফিন বহন করে, ট্রেনে করে সেইন্ট পিটার্সবুর্গের উদ্দেশ্যে রওয়ানা দিলেন ।
১৭০৩ সালে জার পিটার রাজধানী সেইন্ট পিটার্সবুর্গে (রুশে-"সাংক্ত পেতের্সবুর্গ") সরিয়ে নেয়ার আগে রাশিয়ার আদি রাজধানী ছিল মস্কোতেই । পিটার ভেবেছিলেন, শুধু ভেবেছিলেন কেন বলেও ছিলেন প্রকাশ্যভাবে, মস্কোর মত একটা পশ্চাদপদ, প্রাচীন শহরে রাজধানী থাকলে রাশিয়াতে পাশ্চাত্য ভাবধারা প্রবেশ করতে পারবে না সহজে ।
তারপরেও মস্কো ছিল তখন দ্বিতীয় রাজধানী, এবং বেশ কিছু দপ্তর তখনও মস্কোতে রাখা ছিল । আর জারেরা তখনও মস্কোর নদীর তীরে ক্রেমলিন চৌহদ্দির মধ্যে তাঁদের অনেকগুলো প্রাসাদ রেখে দিয়েছিলেন । বিয়ে, অভিষেক, অন্ত্যেষ্টিক্রিয়ার মত গুরুত্বপুর্ন সব ব্যাপারে তাঁরা প্রায়ই মস্কোতে আসতেন । এ ছাড়াও বছরে বেশ কয়েকমাস এসে তাঁরা মস্কোতে কাটিয়ে যেতেন যেন পুরনো রাজধানীর সাথে তাঁদের যোগসুত্র ছিন্ন না হয় ।
'ক্রেমলিন' বলতে অবশ্য আমাদের মনে মস্কো ক্রেমলিনের কথাই ভেসে ওঠে । আসলে প্রত্যেক বড় শহরেই তখন একটা করে 'ক্রেমলিন' ছিল । ক্রেমলিন মানে আসলে দুর্গ-প্রাচীর ঘেরা একটা জায়গা, ইংরেজিতে যাকে বলে 'সিটাডেল' । তবে সমস্ত ক্রেমলিনের মধ্যে মস্কো ক্রেমলিন ছিল সবচেয়ে বিখ্যাত ও বড় ।
কেননা এটা ছিল সম্রাটদের থাকার জায়গা ও সাম্রাজ্যের প্রাণ কেন্দ্র । একাদশ শতাব্দীতে প্রিন্স ইভান দোলগোরুকি (যদিও কথাটা ঐতিহাসিকভাবে সত্যি নয় প্রিন্স দোলগোরুকিকে অনেক সময় মস্কোর প্রতিষ্ঠাতাও বলা হয় ) এটার গোড়া পত্তন করেন বলা চলে । তখন ওক-গাছের গুঁড়ি দিয়ে তৈরী করা হয়েছিল প্রাচীরটা ।
১৩৩০ এর দিকে যখন কিয়েভ থেকে মস্কোতে রাজধানী সরে আসে তখন বাইরের প্রাচীর পাকা করা হয়, ভিতরে ছিল, কয়েকটা গির্জা, প্রাসাদ, ব্যারাক, আস্তাবল এমনকী একটা মঠ পর্যন্ত । ১৪৪০ এর দিকে ইতালি থেকে কারিগর যেমন পিয়েত্রো আন্তোনিও সোলারি আর মার্কো রুফোকে আনিয়ে জার তৃতীয় ইভান প্রথম বড়সড় একটা প্রাসাদ বানান ।
শোনা যায় বিদেশীদের হাতে দালান কোঠা বানানো হলেও জাররা তাদের 'বিধর্মী ক্যাথোলিক' বলে খুব ঘৃণা করতেন । স্থপতিরা তাঁদের সাথে হাত মেলালে, পাশে রাখা জগ থেকে পানি ঢেলে, সাবান দিয়ে হাত ধুয়ে, তোয়ালে দিয়ে তারপরে বলে দিতেন কীভাবে কী সব দালানকোঠা বানাতে হবে না হবে!
সপ্তদশ শতকের আগে রাশিয়াতে যাঁরা এতোকাল শাসন করে এসেছেন তাঁরা সকলেই 'রুরিকিড' বংশের রাজপুরুষ । তাঁরা মনে করতেন তাঁদের পুর্বপুরুষ হচ্ছেন ভাইকিং রুরিক, যিনি খুব সম্ভবত স্ক্যান্ডিনেভিয়া থেকে ৮৫০ এর দশকের কোনো এক সময় এসেছিলেন তাঁর ভাইকিং সাঙ্গপাঙ্গ নিয়ে ।
উদ্দেশ্য ছিল রাশিয়া লুট করা, কিন্তু রাজত্ব গেড়ে বসেন তিনি । রুরিকের সাথের ভাইকিংরা ধীরে ধীরে স্থানীয় স্লাভদের সাথে মিশে জন্ম দিল নতুন জাতি 'রুস' এর । 'রুস' বলতে অবশ্য পুরো দেশটাকেও বোঝাতো । অনেক ঐতিহাসিক আবার এসব মানতে রাজী নন । রুরিক-ফুরিক সব মাতাল ও মূর্খ ভাইকিংদের গাল গপ্প!
সে যাইহোক, রুরিকিডরা প্রায় সাতশো বছর রাজত্ব করেছে । এই বংশের সবচেয় উল্লেখযোগ্যদের একজন ছিলেন জার চতুর্থ ইভান বা 'ইভান গ্রোজনি' বা ইভান দ্যা টেরিবল/ 'ভয়ংকর ইভান' (যদিও 'ইভান গ্রোজনি' র আসল তর্জমা 'ইভান দ্যা গ্রেট' ই হবে) ।
এরকম ভয়ংকর রক্তপিপাসু, নিষ্ঠুর, প্রতিহিংসাপরায়ণ এবং খামখেয়ালী শাসক পৃথিবীতে খুব বেশি আসেন নি । তারপরেও অনেক রুশের কাছে ইভান গ্রোজনি জাতীয় বীর । জার পিটার নাহয় দেশকে আধুনিক করার চেষ্টা করেছিলেন, কিন্তু ভয়ংকর ইভান না থাকলে দেশটাকে এতো বড় চেহারা দিতো কে!?!
কিন্তু ১৫৮৪ সালে ইভানের মৃত্যুর পরে তাঁর পুত্র প্রথম ফিওদর বেশীদিন চালাতে পারেন নি । ১৫৯৮ সালে নিঃসন্তান অবস্থায় মারা গেলে রাশিয়াতে রুরিক রাজবংশের শেষ বাতিটি নিভে যায় । এবং কয়েক বছর ফিওদরের ভগ্নীপতি বোরিস গোদুনভ দেশ চালান এবং তাঁর মৃত্যুর পরেই রাশিয়াতে গৃহযু্দ্ধ বেধে যায় । ১৬০৫-১৬১৩ এই সময়টাকে রুশরা বলে 'দুর্যোগের সময়' (টাইম অভ ট্রাবল--'স্মুতনোয়ে ভ্রেমিয়া') । তারপরে সমস্ত অভিজাতরা মিখাইল রোমানভকে হাতে পায়ে ধরে সিংহাসনে বসান ১৬১৩ সালে । এরপরে যাঁরা ছিলেন (আমাদের নিকি তক) পর্যন্ত সকলেই রোমানভ জার ।
আবার ১৮৯৪ সালে ফেরা যাক । তৃতীয় আলেকজান্ডারের কফিন নিয়ে ট্রেন এসে মস্কোতে থামল । লাশ রাখা হয়েছিল ক্রেমলিনে, সেখানে শহরের সবগুলো গির্জাতে প্রার্থনা চলল । তারপরে সেইন্ট পিটার্সবুর্গ । খোলা গাড়িতে করে কফিনটা নিয়ে যাওয়া হচ্ছিলো, পিছনে পরিবারের সবাই ।
সবার পিছনে আলিক্স/আলেকজান্ড্রা । কারন তখনো নিকির সাথে বিয়ে হয় নি তাঁর । আলেকজান্ড্রাকে দেখে প্রৌঢ়া মহিলারা সব বুকে ক্রুশ আঁকল । হবু শ্বশুরের কফিনের পিছন পিছন মেয়েটা রাজধানীতে এসেছে । এ মেয়ে যে অপয়া তাতে কারো কোনো সন্দেহ আছে !?!
আলোচিত ব্লগ
=তুমি হয়ে উঠো প্রেমী=
ভালোবাসায় কৃপণ হতে যেয়ো না তুমি
তোমার জন্য জীবন হোক স্বপ্নীল
তুমি হও আমার নীল সমুদ্দুরের এলবেট্রস
ভুলগুলো ভালোবেসে করে দাও ফুল
ভালোবাসো আমায় নিশিদিন, হরদম।
তোমার জন্য একটি উদাস দুপুর অপেক্ষায়
আমায় নিয়ে বসো কোথাও
বসন্ত... ...বাকিটুকু পড়ুন
গতকাল বিকেল থেকে ট্রাম্পের জনপ্রিয়তা কমার শুরু করেছে।
গতকাল ট্রাম্পের শপথের অনুষ্ঠানে ২ লাখ মানুষকে আমন্ত্রণ করে টিকিট দেয়া হয়েছিলো; প্রচন্ড শীতের কারণে বাহিরে শপথ নেয়া সম্ভব হয়নি। পার্লামেন্ট ভবনের ভেতরে শপথ হয়েছিলো, সেখানে প্রাক্তন প্রেসিডেন্টগণ, বিচারপতিরা,... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।।ঢাকায় বৈষম্যবিরোধীদের দুই গ্রুপের সংঘর্ষ, ঢামেকে ছয়
রাজধানীর ডেমরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে মানববন্ধনের সময় দুটি পক্ষের হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ছয়... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে ?
বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে সর্বমহলে চলছে আলোচনা। জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ ও ছাত্রলীগকে... ...বাকিটুকু পড়ুন
সামু ব্লগ কি আবারও ধর্মবিদ্বেষ ছড়ানোর হাতিয়ারে পরিণত হইতেছে!
সামু ব্লগ কি আবারও ধর্মবিদ্বেষ ছড়ানোর হাতিয়ারে পরিণত হইতেছে!
ইহা, উহা, ইহার, উহার, ইহাকে, উহাকে - ইত্যাকার সাধু ভাষার শ্রুতিমধুর কিছু শব্দসম্ভারের প্রয়োগ কদাচিত আমাদের প্রিয়... ...বাকিটুকু পড়ুন