কয়েকটি টিভি চ্যানেল এবং কতগুলো অসভ্য কুশিক্ষিত লোকের সিলেট অথবা সিলেটী শুনলেই গায়ে জ্বালা শুরু হয়ে যায়।
তাদের একজন হলো আগা চৌধুরী (আব্দুল গফ্ফার চৌধুরী)।
ওনি বলেছেন সিলেটীরা নাকি লাঙ্গল থেকে লন্ডন এসেছে।
কথার সারমর্ম সিলেটীরা অশিক্ষিত,মূর্খ।
অথচ আগা চৌধুরীর অধিকাংশ বই সিলেটের লোকের দান করা অর্থেই হয়েছে এমন কি
আগা চৌধুরীকে যখন কেউ চিনতো না তখন সিলেটিরাই লন্ডনে থাকে আশ্রয় দিয়েছিলো।
সেই আগার এখন চোখ মুখ ফুটে গেছে।
সেই আগা চৌধুরী সহ সিলেট এবং সিলেটী বিদ্বেসীদের কিছু তত্ত্ব দিলাম যদি বিন্দু মাত্র জ্ঞান থাকে তাহলে আর কখনই মাতলামী ইতরামী মার্কা কথা বলবে না সিলেট সম্পর্কে।
১. ৩৬০ আউলিয়া, শাহজালাল রহঃ, শাহপরান রহঃ পূণ্যভূমি সিলেট ।
২. ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্র সৈনিকের অধিকাংশ বাঙ্গালিই ছিলেন সিলেটী। ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্বদের অন্যতম ছিলেন সিলেটের সন্তান বিপিন চন্দ্র পাল।
৩. ৭১ এর মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন সিলেটের সন্তান এম এ জি ওসমানী ।
৪. সিলেটি লন্ডন প্রবাসীরা বাংলা টাউন গঠন করে ব্রিটেনের বুকে গড়েছেন
এক টুকরো ছোট্ট বাংলাদেশ ।
৫. স্বাধীন বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে জাগিয়ে তোলার রুপকার
সিলেটের সন্তান প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান । সর্বাধিক সংখ্যক বাজেট ঘোষণা করেন তিনি।
সিলেটের আরও দুই কৃতি অর্থনীতিবিদ
প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া ও বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
৬. বাংলা সাহিত্যের যাদুকর সৈয়দ মুজতবা আলী, সিলেটের সন্তান।
৭. বাংলাদেশে নিযুক্ত একমাত্র ব্রিটিশ-বাংলাদেশী হাইকমিশনার ছিলেন সিলেটের সন্তান আনোয়ার চৌধুরী ।
৮. ব্রিটেনের পার্লামেন্টের প্রথম বাংলাদেশী এমপি সিলেটি বংশদ্ভূত রুশনারা আলী।
৯. আমেরিকার পার্লামেন্টের প্রথম বাংলাদেশী সিনেটর সিলেটি (বিয়ানীবাজার) বংশদ্ভূত হাসিম ক্লার্ক ।
১০. ব্রিটেনের টাওয়ার হ্যামলেটসের প্রথম বাঙ্গালী মেয়র সিলেটের সন্তান লুৎফুর রহমান ।
১১. একমাত্র বাংলাদেশী হিসেবে ব্রিটেনের রাণীর কাছ থেকে নাইট উপাধি নেন সিলেটের সন্তান স্যার ফজলে হাসান আবেদ।
১২. ব্রিটেনের রাণীর অফিশিয়াল শেফের দায়িত্ব কৃতিত্বের সাথে পালন করেছেন সিলেটের সন্তান টমি মিয়া ।
১৩. বিশ্বের সবচেয়ে বড় এনজিও সংস্থা ব্র্যাক এর প্রতিষ্ঠাতা সিলেটের সন্তান স্যার ফজলে হাসান আবেদ।
১৪. পৃথিবীর শ্রেষ্ঠ জীন সাইন্টিস্টদের অন্যতম সিলেটের সন্তান ডঃ আবেদ ।
১৫. চিকিৎসা বিজ্ঞানী ফ্লোরা-ভাইরাসের আবিষ্কারক সায়মা আমিন সিলেটের সন্তান ।
১৬. সিলেটিদের পাঠানো রেমিটেন্স গত ৪০ বছর ধরে রুগ্ন বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে ।
১৭. বাংলাদেশের সংসদ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন সিলেট ১ আসন। বলা হয় এ আসনে নির্বাচিতের দলই সরকার গঠন করে ।
১৮. জাতিসংঘে প্রথম ও একমাত্র বাংলাদেশি স্পিকার সিলেটের সন্তান হুমায়ুন রশিদ।
১৯. বাংলাদেশের প্রথম চীফ অব প্রটোকল পাওয়া কূটনীতিক হলেন
সিলেটের সন্তান ফারুক চৌধুরী ।
১৫. বাংলা রেপ সংগীতের জনক সিলেটের সন্তান ফকির লাল মিয়া।
১৬. লন্ডন ওলিম্পিক ২০১২ তে অফিশিয়াল ফুড সার্ভ করার দায়িত্ব ছিল
লন্ডনে অবস্থিত সিলেটি রেস্টুরেন্টের।
১৭. বাংলাদেশের প্রথমটেস্ট জয়ের নায়ক সিলেটের সন্তান এনামুল হক জুনিয়র।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রথম বল করেন সিলেটের সন্তান হাসিবুল হোসেন শান্ত।
ভারতের বিপক্ষে প্রথম ওডিআই হান্ড্রেড করেন সিলেটের সন্তান অলক কাপালি।
১৮. বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের সংগীত শিল্পী ধরা হয় সিলেটের সন্তান শুভ্র দেবকে।
১৯. হাসন রাজা, রাধা রমন,শাহ আব্দুল করিম, দূরবীন
শাহ,ফকির শিতালং,আরকুম শাহ,পন্ডিত রামকানাই,সুবীর নন্দী, সকলেই সিলেটের সন্তান ।
২০. পর্যটনে বাংলাদেশের একমাত্র স্বকীয়তা ধরে রাখতে পারা ভূমি সিলেট।
সিলেটের চা, জলঢুপি-আনারস, কমলার খ্যাতি বিশ্বজোড়া।
২১.পাকিস্তান শাসন আমলে ২২ জন বাংলাদেশী সচিবের মধ্যে ১১ জন ছিলেন সিলেটী।সিলেটে শিক্ষার হার ছিলো পূর্ব পাকিস্তানে সর্বোচ্চ।
২২.ভারত উপমহাদেশের সময় যে চারজন বাঙ্গালি শিক্ষামন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন তাদের সবাই ছিলেন সিলেটি।
২৩.বাংলা সাহিত্যের প্রাচীন মহাকবি সুলতান সিলেটের সন্তান।
২৪.শ্রী চৈতন্য মহাপ্রভুর পৈতিক নিবাস সিলেট।
২৫.অসংখ্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাইয়ামপুরী,বরুণার পীর,ফুলতলীর পীর,কাতিয়ার সাব,গহরপুরী সাব,হবিগঞ্জী হুজুর,ওলিপুরী সাব সহ হাজার হাজার আলিমের জন্মভূমি এই সিলেট।
২৬.বামপন্থি রাজনীতির মহাপুরুষ কমরেড হেমাঙ্গ বিশ্বাস,কমরেড বরুন রায়,কমরেড আসদ্দর আলী,কমরেড পীর হাবীবুর রহমান সহ অসংখ্য বামদলীয় নেতা সিলেটী।
২৭.সিলেটের সম্পূর্ণ নিজস্ব লিপি আছে যা নাগরী লিপি নামে পরিচিত।
২৮.লোকসাহিত্যে সিলেটের ভূমিকা বাংলা সাহিত্যে নতুন মাত্রা দিয়েছিল।সিলেটের অসংখ্যা গান আজ পুরো বিশ্বে গীত হয় যেমন লীলাবালী লীলাবালী ,সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী,লোকে বলে বলেরে,আমি রবো না রবো না গৃহে,আগে কি সুন্দর দিন কাটাইতাম,সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচোতো দেখি,ভ্রুমর কইয়ো গিয়া ইত্যাদি গান।
এত অবদান রাখার পরও কেউ যদি সিলেটীদের মূর্খ ভাবে তাহলে সেই বড় মাতাল বলে বিবেচিত হবে।
হ্যাঁ এটা ঠিক সিলেটিরা নিজেদের সিলেটী বলে পরিচয় দিতে ভালোবাসে।এটা দোষনীয় নয়।যেমন ভাবে চট্রগ্রাম,নোয়াখালি,বরিশাল,ঢাকাইয়ারা নিজেদের পরিচয় আপন অঞ্চলের নামেই দিয়ে থাকে।
কই কোন সিলেটীরাতো টিটকারী করে নি।পূর্বে সিলেটকে নিয়ে যারাই কূরুচিপূর্ণ কথা বলেছেন (মাওলানা সাঈদি,এটিএন বাংলার মাহফুজুর রহমান ইত্যাদি) তারা নাকে খত দিয়ে ক্ষমা চেয়েছেন।আগা চৌধুরীকেও ক্ষমা চাইতে হবে।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫