somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন্ত কিংবদন্তী বাউল সাধক ক্বারী আমির উদ্দিন

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন্ত কিংবদন্তী সুর সম্রাট বাউল ক্বারী আমির উদ্দিন বাংলাদেশের বাউলকুল শিরোমণি।
বর্তমান সময়ের শ্রেষ্ট বাউলদের মধ্যে তিনি অন্যতম।
তার লিখা গান করেননি এই রকম বাউল শিল্পী হয়তো পাওয়া যাবে না।
কম বেশী প্রত্যেক বাঙ্গালীই তার রচিত গান শুনেছেন তবে হয়তো জানা নেই
এই গানগুলোর রচয়িতা সেই মরমী কবি বাউল ক্বারী আমির উদ্দিন।
বাংলাদেশের মানুষের চাইতে লন্ডন, আমেরিকায় বসবাসরত বাঙ্গালিদের কাছে তিনি বেশী জনপ্রিয়।
কারন দীর্ঘ দিন থেকে লন্ডনেই স্থায়ীভাবে বসবাস করতেছেন এই বাউল সাধক আমাদের না বলা কোন অভিমানে।
দেশে না থাকলেও ভুলে যাননি দেশ ও দেশের মানুষকে।
এখনো এই মরমী কবি অনবরত লিখে যাচ্ছেন গান।
এই ক্ষণজন্মা মহাপুরুষের জন্ম ১৯৪৩ সালের ১৯ ফেব্রুয়ারী।
পিতার নাম শাহ মুহাম্মদ রুস্তম আলী শেখ মাতা আলিফজান বিবি।
তার পূর্বসুরীরা ফকিরি ধারার লোক ছিলেন তাই তার রক্তের সাথে ফকিরি টান বংশগত বলা যায়।
পিতা মাতা উভয় ছিলেন সঙ্গীতনুরাগী।
দশ বছর বয়স থেকেই পিতার পশ্রয় ও অনুপ্রেরনান গান গাওয়া শুরু।
প্রাতিষ্টানিকভাবে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়েন নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে।
পরবর্তীতে মাদ্রাসায় ভর্তি হন তবে মন বসাতে পারেন নি।
তিনি সৎপুর আলিয়া মাদ্রাসা ও সিলেট আলিয়া মাদ্রাসায় কিছুকাল লিখাপড়া করেন।
অবশেষে ফুলতলী হতে ক্বারীয়ানা পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেন।
সেই থেকেই নামের শুরুতে ক্বারী পদবী লাগানো।
ক্বারী সাহেবের মুর্শিদ ছিলেন ফুলতলী তরিকার পীর শাহ মুহাম্মদ আনাস আলী।
তাঁর মুর্শিদ তার নাম দেন আমির উদ্দীন। ক্বারী সাহেবের লিখায় পাওয়া যায়
`` আমার জন্ম তেরশত পঞ্চাশ বাংলায় ফাল্গুন মাসের সাত তারিখ বলেন বাবা মায় ``
``মা বলেন আমার যখন গর্ভে অবস্থান স্বপ্নে দেখেন ঘরের ভিতর পূর্ণিমার চাঁন``
নাম রাখিলেন রওশন ............... ইত্যাদি।
শৈশব থেকেই এই বাউল সাধকের বিশেষ দক্ষতা ছিলো দেশীয় বাদ্যযন্ত্র বাজানোর।
যেমন বাঁশি, কাসি, ঢোল ,একতারা, বেহালা, হারমোনিয়াম ,তবলা ইত্যাদি খুবই সুন্দরভাবে আয়ত্ব করেন।
আনুমানিক ১৯৬৩ সাল থেকেই তিনি পূর্ণভাবে সঙ্গীতের সাথে যুক্ত হয়ে যান।
তিনি নিজের লিখা ও সুরকরা গানের পাশাপাশি সিলেটের অনেক মরমী কবির গান গেয়েছেন যেমন
সৈয়দ শাহনুর,রাধা রমন,হাসন রাজা,আরকুম শাহ,শীতালং শাহ,ইব্রাহীম তশনা,দুর্বিন শাহের গান।
এখন নিজের লিখা ও সুর করা গান গেয়ে অন্যদের লিখা গান গাইতে সময় পান না।
প্রবাদে আছে "সাগর জানে না যে,তার কত জল"।
সেই রুপ উনি নিজেই বলা সম্ভব নয় উনার জীবনে কত গান গেয়েছেন কত গান রচনা করেছেন।
তিনি এই পর্যন্ত প্রায় চার হাজারের অধিক গান রচনা করেছেন।
মালজোড়া গানে ক্বারী আমির উদ্দিনের মত বিচক্ষন বাউল পূর্বেও ছিলেননা আর কখনো আসবে বলে মনে হয় না।
তাঁর জীবনে তিনি কোন মালজোড়া গানে হেরে যাননি তবে পতিপক্ষের ১২ টা বাজিয়েছেন কথার মারপ্যাঁচে।
তিনি অনেক বিখ্যাত বাউলদের সাথে আসরে একসাথে গান করেছেন
বাউল কামাল উদ্দিন,বাউল সম্রাট শাহ আব্দুল করিম ,জ্ঞানের সাগর দুর্বিন শাহ,বাউল আবেদ আলী,বাউল কফিলউদ্দীন,রজ্জব দেওয়ান,আব্দুর রহমান বয়াতি সহ প্রমুখের সঙ্গে।।
তাঁর অনুপ্রেরণায় আজ অনেকেই বিখ্যাত গীতিকার হয়েছেন যেমন প্রয়াত পল্লিকবি রমিজ আলী,গীতিকার সৈয়দ দুলাল সহ অসংখ্য পন্ডিত ।
তাঁর গান গেয়েছেন দেশের বিখ্যাত সব গায়ক গায়িকারা যেমন মমতাজ,বেবী নাজমীন,আসিফ আকবর,শাহনাজ বেলী সহ অনেকেই।
তারঁ রচিত উল্লেখযোগ্য গানগুলো হলো
(১) ``লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে।
না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে``।।
(২) ``"শাহজালালের পূণ্য ভুমির নাম জালাল শরীফ,
আমার আল্লাজির তারিফ``।।
(৩) হেলায় হেলায় দিন ফুরাইলো সই।
(৪) মন কারিয়া নিলো গো প্রাণ কারিয়া নিলো সখি,
খালি আমার দেহ পিন্জিরা।
(৫) মায়া লাগাইয়ারে বন্ধু এতো লাঞ্চনা
জানলে আগে নব যৌবন সপে দিতাম না।
(৬)যদি ভালবাসনা, কাছেও আসনা
দেখেও দেখোনা, কোনো দিন
আমি তোমারে বন্ধু' ভাসিবনা ভীন..
(৭)
শিখাইয়া পিরিতি করিল ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায়' সখি কি করি উপায়..
সে ভুলে রয়েছে, আমার মনে আছে
আমি যে ভুলিতে আর পারিনা
পাষানে বাঁধিবে' নিষ্টুর সাজিবে
সরলে গরল এত ছলনা.
যদি তুমি জানো' বন্ধুয়ারে আনো
নইলে প্রান রাখা দায়..
(৮)আগে ভক্তির চুলা বানাও ,সবুরের হাড়ি বসাও
ভাবের লাকড়িতে জ্বালাও,প্রেমেরী চিতা।
স্বার্থবাদী প্রেম করে,যায়না কভু জিতা।।
(৯)আমারে খুজিয়া দেখি আমি নাই.
মিছামিছি আমার আমার, করছি যা রঙ্গের বড়াই।
(১০)কে এমন চাঁদরুপসী, জাদু ভরা মুখের হাঁসি


আমরা এই ক্ষণজন্মা বাউল সাধকের দীর্ঘায়ু কামনা করি।
মাজহারুল ইসলাম জীবন সাহেবের লিখা থেকে অনেক জিনিস নিয়েছি যা আমায় এই লিখা পরিপূণ্য করতে সাহায্য করেছে।
আমি ওনার জন্য ও শুভ কামনা করি।

সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২২
২০ বার পঠিত
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পেও যেনো থাকে সামাজিক দ্বায়-বদ্ধতা.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৮

বহু বছর আগে লিও তলস্তয়ের একটি প্রতীকী ছোটগল্প পড়েছিলাম। সারমর্মের জন্য যে গল্প চিরস্মরণীয় হয়ে থাকার যোগ্য। নিজের ভাষায় গল্পটি তুলে ধরার চেষ্টা।
গল্পটি এ'রকমঃ-

এক বাড়িতে মনিব তাঁর গৃহ ভৃত্য সহ... ...বাকিটুকু পড়ুন

হাফ-লেডিস বলছি.......

লিখেছেন জটিল ভাই, ২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৮


(ছবি নেট হতে)

আজ ব্লগ না থাকলে কবেই আত্মহত্যা করতে হতো। জ্বী আমার কথাই বলছি। আমার মতো উপযোগহীণ গর্দভ টক্সিক ব্যক্তি বেঁচে আছি শুধু ব্লগের জন্যে। কিভাবে? তবে বলছি শুনুন।

ছোটবেলা হতেই... ...বাকিটুকু পড়ুন

=ভুলে যাচ্ছি কত কিছু=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪২



ভুলে যাচ্ছি মমতার ঋণ, বাবার আদর
ক্রন্দনরত দিন, বৃষ্টির ঝুম আওয়াজ
ভুলে যাচ্ছি কত কিছু দিন দিন
বিছানো ছিল কোথায় যেন স্নেহের চাদর।

ভুলে যাচ্ছি দেহের শক্তি, সরল মন
কঠিনের মাঝে ডুবে ধীরে
ভুলে... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। জাপানের সমুদ্রের গর্ভে লক্ষ কোটির বিরল গুপ্তধন!

লিখেছেন শাহ আজিজ, ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৫





জাপানের সমুদ্রে হদিস মিলল গুপ্তধনের। জাপানের বিজ্ঞানীরা এমন কিছু মূল্যবান খনিজের ভান্ডার আবিষ্কার করেছেন যা জাপানের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

রেমিট্যান্স যোদ্ধা!

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৬


সদ্যই আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপরিবারে হোয়াইট হাউসে উঠেছেন। নির্বাচনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরসহ অন্যান্য সবাইকে এক প্রীতিভোজের আমন্ত্রণ জানিয়েছেন। নিরাপত্তা রক্ষীরা যাচাই-বাছাই করে সেসব অতিথিদের ভেতরে ঢুকতে... ...বাকিটুকু পড়ুন

×