হ্যালো, কেমন আছো?
-ভালো আছি, আপনাদের খবর কি?
আমরাও ভালো, আচ্ছা এই রবি ও সোম বারে তোমাদের কোন কাজ আছে?
-ওমা! আপনি জানেন না!! সোমবার দিন আমাদের ঈদ, রবি বার সারাদিন ঘর গোছাতে হবে, রান্না-বান্না আছে, আর সোম বার দিন সকালে ঈদের নামাজ পড়ে সারাদিন ঈদ পার্টি, একটু এদিক সেদিক চক্কর দেয়া- এইসব।
আমার যে একটা সমস্যা হয়ে গিয়েছে, জানোতো তোমার ভাবীর ডেলিভারি ডেট কয়েকদিন পরেই, তাই ওর আম্মা আসতেছে দেশ থেকে।
-ভালোতো খুব মজা হবে, সমস্যা বলছেন কেন!
ওর আম্মাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে হবে, দুইদিন সময় লাগবে।
-কেন?
আমাদের এয়ারপোর্ট টা তেমন ভালো না, তাই ডালাসে নামবে, ওখানে আমার বাবার বাসায় একদিন রেস্ট নিয়ে পরেরদিন আসবো। দয়াকরে যদি তোমরা এসে রাতের বেলা একটু আমার বাসায় ঘুমাও তাহলে ভরসা পাই।
-কিন্তু আমাদের ঈদ, আপনার বাসায় থাকলে আমরা ঈদ করবো কিভাবে! দাড়ান আমার বউয়ের সাথে একটু কথা বলে নেই।
সিদ্ধান্ত নিলাম তার এই বিপদের সময় পাশে দাড়ানি জরুরি। কোনরকমে ঈদের কাজকর্ম সর্টকাট করে তার বাসায় থাকলাম, তারা খ্রিস্টান, তাই ঈদ নিয়ে কোন আয়োজন নেই।
কয়েকদিন পর ফোন করে তাদের বাবুটাকে দেখতে যেতে চাইলাম, টাইমিং হলোনা, ২ মাসের আগে কাউকে দেখানো যাবেনা। ২ মাস পর গিয়ে দেখে আসলাম।
কয়েকদিন পর আবার ফোন করে বললেন তার আম্মা দেশে চলে যাবেন, আবার তার বাসায় ২ রাত থাকতে হবে, ব্যাপারটা মোটেও পছন্দ হলোনা, ওনার আম্মা আমাদের কাছের এয়ারপোর্ট থেকেই ফ্লাই করতে পারতেন, তা করলেন না, আবার তারা টিকেট কেটে সবকিছু ফাইনাল করে আগেরদিন আমাদেরকে জানালেন। তারপরও তার উপকার হবে ভেবে থাকলাম। এরমধ্যে আমাদের বাসায় আসার জন্য অনেকবার বললাম, তারা সময় করতে পারলেন না।
ক্রিসমাসের আগেরদিন একটা ইনফরমেশনের জন্য ফোন করলাম, তখন তিনি বললেন যে তিনি ভেবেছেন ক্রিসমাসের দিন আমাদেরকে দাওয়াত দিতে চেয়েছেন, আমরা অন্য স্টেটে বেড়াতে যাওয়ার আগে তাকে জানিয়ে গেলাম না বলে কষ্ট পেয়েছেন।
গত সপ্তাহে ফোনে দেখি ওনার ভয়েস মেসেজ, তার বাসায় নাকি ৩ রাত থাকতে হবে, উনি খুব জরুরি কাজে বাইরে যাবেন। ব্যাপারটা ভালো লাগলো না, আমার বউ তার বউয়ের সাথে কথা বললো, তাকে বুঝিয়ে বললো এটা সম্ভব না এবার, গত উইকেন্ডে আমরা বাসায় ছিলাম না, বেড়াতে গিয়েছিলাম, তাই রান্না-বান্না হয়নি, লন্ড্রি-আয়রন হয়নি, ঘরদোড় ভ্যাকুয়াম ক্লিন করতে হবে, বেড়ানোর জায়গা থেকে অনেক বাজার করে এনেছি, ওগুলো ভালোভাবে রাখার জন্য ফ্রিজটাতে একটু কাজ করতে হবে। তারপর অনলাইনে একটা জিনিস অর্ডার করেছি-সেটা আসবে সকাল ৭-৯ টার মধ্যে। তাকে বলা হলো-সবচেয়ে ভালো হয় আমি গিয়ে ভাবীকে বাসায় নিয়ে আসি, ভাইয়া যতদিন থাকলোনা, ততদিন ভাবী আমাদের সাথে থাকলেন। তারা রাজি হলেন না।
উনার জরুরি কাজ সেরে বাসায় এসে ফোন করলেন কয়েক মিনিটের জন্য যদি যেতে পারি!! গেলাম, গিয়ে দেখি উনার জরুরী কাজটা হচ্ছে তার বাবার বাসা থেকে পুরাতন একটা মেট্রেস নিয়ে এসেছেন, সেটা এখন তৃতীয় তলায় তুলতে হবে, কাজটা সেরে বাসায় চলে আসলাম।
এখন বসে বসে ভাবছি, আমি কি আসলেই কারোর উপকার করছি, নাকি কেউ আমাকে তার সুবিধা মত কাজ করিয়ে নিচ্ছে!!!