দুঃখ তোমাকে এক উজ্জ্বল রুমাল দিলাম,
বাড়ি ফিরে যাও; আজ থেকে ছাড়াছাড়ি অনন্তকাল..
--
আজ তিনজন বন্ধুকে নিয়ে অন্ধকারে বসে সিগারেট খাবো,
হুইস্কি সহ্য হয় না আমার, অসম্ভব অগ্নিতে পুড়ে যায় দ্বিধা..
আমার বুকে তো বাসনা আছে!..
অসম্ভব গরম জল আর বঙ্গোপসাগরের লবন
একটা কাক যদি ডেকে উঠে ভরদুপুরে, বলো বাসনা
অসম্ভব নত হবে কিনা!!
দেড় মাস চিঠি না- পাওয়ার দুঃখ তুমি,
দেড় মাস কবিতা না লেখার দুঃখ তুমি,
--
আজ থেকে ছাড়াছাড়ি অনন্তকাল, তোমাকে এক উজ্জ্বল রুমাল দিলাম, বাড়ি ফিরে যাও দুঃখ, সিগারেট খাব।
হিম হাওয়া দুর্বোধ্য বিকেল বলবো
আহ! কী সুন্দর বেঁচে থাকা!
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯