গত ১৪ ডিসেম্বর ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবীদের সম্মান প্রদর্শন করতে গিয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা রীতিমত নির্বাচনী জনসভা করেছেন তাতে কোন আপত্তি নেই। আপত্তি হলো তিনি বলেছেন, এবার ২৯ ডিসেম্বর আরো একটি বিজয় অর্জন করতে হবে। নৌকায় ভোট দিন নৌকা আমাদের দেশের প্রতীক, এটা বঙ্গবুর নৌকা, নূহ নবীর নৌকা ইত্যাদি। শেখ হাসিনার এমন সব বক্তব্য শুনে একটি গল্প মনে পড়ে। ভাগ্যক্রমে আমার মামার গ্রামের বাড়িও শেখ হাসিনার বাড়ির দিকে। সবাই জানে ওইদিকে যেতে হলে পদ্মানদী পার হয়ে যেতে হয়। আর এ পদ্মা নদী নিয়ে আছে নানা প্রকার গল্প। একদিন লঞ্চে পদ্মা পাড়ি দেয়ার সময় পদ্মার মাঝে যখন বৈশাখী ঝড় শুরু হলো তখন একজন যাত্রী আল্লাহর কাছে মানত করলো যদি এ বিপদ থেকে রক্ষা পাই তা হলে একটি গরু সাদকা করবো। যখন পদ্মা পার হলো এবং বিপদ মুক্ত হলো তখন তার স্ত্রী বললো এবার গরু সাদকা করে দাও, তখন ওই ব্যক্তি উত্তর দিল আরে রাখো সাদকা, ‘আল্লাহ আমাকে ভয় দেখাইছে আর আমি আল্লাহকে লোভ দেখাইছি'। আমাদের দেশের আওয়ামী লীগ নেত্রী মাঝে মাঝে আল্লাহকে যেন লোভ দেখায়। ৯৬ সালের নির্বাচনে মাথায় পট্টি আর হাতে তছবিহ ছিল এর একটি প্রমাণ। জাতির নিকট অতীতের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে ভোট ভিক্ষা চায় আর ক্ষমতায় গিয়ে মসজিদ মাদরাসার বিপক্ষে তার অবস্খান, আলেমদের রক্ত দিয়ে মসজিদ লাল করা ছিল এর জলন্ত উদাহরণ। ২০০৬-এর ২৮ অক্টোবর মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যার পরেও কোন্ মুখ দিয়ে আবার বলে আমরা ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে কোন আইন পাস করবো না! অথচ ইসলামের বিপক্ষে তাদের অবস্খান তা বুঝতে দেশবাসীর এতটুকু অসুবিধা হয়নি। একদিকে '৭২-এর সংবিধান পূনর্জাগরণ অন্যদিকে ইসলাম-এর পক্ষে কথা বলা। অথচ '৭২-এর সংবিধান কায়েম হলে দেশে ইসলামভিত্তিক দল করা সম্ভব হবে না। তবে কি ইসলাম অর্থ মিলাদ মাহফিল, বিয়ে তালাক আর মাজার জিয়ারত করা? এবার কতিপয় মিডিয়ার ভূমিকা রীতিমত আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। সরকার ও নির্বাচন কমিশনার, নির্বাচনী আচরণবিধির মধ্যে দেয়ালে পোস্টার, রঙ্গীন পোস্টার নিষিদ্ধ করলেও এর চেয়ে শত গুণ বেশী করছে কিছু টিভি চ্যানেল সেদিকে নজর দিচ্ছে না। যেমন টিভি চ্যানেলগুলো সংবাদের মাঝখানে বলে “এবার দেখুন নির্বাচন নিয়ে নিয়মিত আয়োজন” সেখানে বিভিন্ন এলাকায় গিয়ে প্রার্থী এবং কতিপয় তৈরি করা ভোটারের সাক্ষাৎকার নেয় এমনভাবে মনে হয় এ আসনে আওয়ামীলীগ প্রার্থী সদ্য নাজিল হওয়া কোন ফেরেশতা আর অন্য প্রার্থীরা মানুষের কাতারেই নেই। যেখানে ইতোপূর্বে চারদলীয় জোটের এমপি ছিল সেখানে দেখানো হয় কোন উন্নয়ন হয়নি আর যেখানে চারদলীয় প্রার্থী এমপি ছিল না সেখানে বলা হয় সে সন্ত্রাসী কিংবা ১০/১১ টি মামলার আসামী, এমন কি বগুড়ার মতো জায়গায় যেখানে বেগম খালেদা জিয়া নিজে প্রার্থী সেখানেও বলা হয় উন্নয়নের ছোঁয়া লাগেনি, ফলে এ আসনে এবার আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হবে। এমন আকাশ কুসুম কল্পনা যাদের তারা যদি চরমভাবে ভরাডুবির মুখোমুখি হয় তাহলে কেন বলবে না সূক্ষ্ম কারচুপি, স্খূল কারচুপি, এবার যে আবার কোন্ শব্দ আবিষ্কার করে আল্লাহ মাআলুম। হয়তো সে শব্দ বাংলা একাডেমীর শব্দ ভাণ্ডারেও খুঁজে পাওয়া যাবে না। ১৯৯৬ সালে যে আওয়ামী লীগ বলেছিল ‘লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ'। ২০০১-এ সে আওয়ামী লীগই কুকুরের মাথায় টুপি পরিয়ে ইসলামকে ব্যাঙ্গ করেছে, ২০০৮ আবার সেই আওয়ামী লীগ বলছে নূহ নবীর নৌকায় ভোট দিন। যাদের কথার কোন সামান্যতম মূল্য নেই তারা নাকি আবার দেশ ও জনগণের কল্যাণ করবে। যেমন তাদের কথার কোন আগামাথা নেই তেমন নেই তাদের সহযোগীদেরও যেমন এরশাদ-এর জাতীয় পার্টি বিকাল পর্যন্ত বললো মহাজোটে থাকার আর কোন সুযোগ নেই। তাদের বর্ষীয়ান নেতা কাজী জাফর বললো ৫০টা কেন দেড়শো আসন দিলেও আর মহাজোটে থাকা হবে না। রাত গভীর হওয়ার সাথে সাথে আবার সমঝোতা হলো কিভাবে? গত ১৫ ডিসেম্বর পত্রিকায় দেখলাম জনাব এরশাদ বলেছেন “আমি শেখ হাসিনার বড় ভাই, শেখ হাসিনা আমার ছোট বোন”। বহুরূপী এরশাদ সাহেব নিজ স্ত্রীদের সাথে ঘর সংসার করতে পারেননি তিনি এবার ছোট বোনের সাথে কিভাবে মিলেমিশে থাকেন এটাই দেখার বিষয়। ছিমটম দেখে মনে হয় তাদের কথাবার্তার যে অবস্খা ওই পদ্মা পাড়ি দেয়া যাত্রীর মতো বলে কিনা আমরা জাতিকে লোভ দেখাইছি। মজার বিষয় হলো মানুষ আজ অনেক সচেতন মিথ্যা অপপ্রচারে আর মানুষ প্রভাবিত হয় না। ১৪ ডিসেম্বর একটি টিভি চ্যানেলে টকশোতে উপস্খাপক, আলোচক, প্রশ্নকর্তা সবই সাজানো হয়েছিল আওয়ামী লীগ দিয়ে। একজন মাত্র মনে হচ্ছিল ভিন্নমতের, তিনি ছিলেন ড. মাহবুবুল্লাহ সাহেব। মাহবুবুল্লাহ বলেই ফেললেন যে, ‘আপনারা সবাই আমাকে কাবু করতে চাচ্ছেন, মনে হচ্ছে সবাই একই মতের লোক।' মাহবুবুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল - যুদ্ধাপরাধ সম্পর্কে তিনি উত্তর দিয়েছিলেন, পুরনো বিষয় নিয়ে জাতিকে বিভক্ত করা ঠিক নয়। তিনি আরও বলেন, যাদেরকে আপনারা যুদ্ধাপরাধী বলে ইঙ্গিত করছেন, তাদের অনেকে এমন আছেন যাদের সাথে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বিপুল ভোটে পরাজিত হয়। তখন উপস্খাপক বলেন, আমাদের হাতে সময় নেই, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। যখনই আওয়ামী লীগের বিপক্ষে কথা চলে যায় তখনই তাদের যেন বিরতির সময় হয়ে যায়। এদের অবস্খা ঐ ভণ্ড কমলা বিক্রেতার মতো। সে মানুষকে এক হালি কমলায় তিনটি করে গুণে দিচ্ছিল। ক্রেতা বললো, তিনটায় হালি গুনছেন কেন? বিক্রেতা বললো, মাথা ঠিক নেই। তখন ক্রেতা বললো-তাহলে পাঁচটা করে গুণছেন না কেন? বিক্রেতা বললো-এতোটা খারাপ হয়নি। এবার মিডিয়াগুলোর অবস্খা অনেকটা এমনই মনে হচ্ছে। তবে তাদের খেয়াল রাখতে হবে এবার জনগণ ঐ কমলা ক্রেতার মতোই সচেতন। মাথায় পট্টি, হাতে তসবিহ আর নূহ নবীর নৌকা বলে পার পাওয়া এতোটা সহজ হবে না। একটি কথা মনে করিয়ে দিই-নূহ নবীর নৌকা তৈরি করা হয়েছিল রাষ্ট্র থেকে আল্লাহদ্রোহীদের উচ্ছেদ করার জন্য। বলা হয়েছিল যারা আল্লাহ বিশ্বাসী আর নবী নূহ (আ-এর অনুসারী তারা যেন মহাপ্রলয়ংকরী বন্যার সময় নূহ (আ-এর নৌকায় আশ্রয় নেয়। অর্থাৎ নূহ নবীর নৌকা ছিল ইসলামের পক্ষে, ইসলাম অমান্যকারীদের বিরুদ্ধে। শেখ হাসিনার নৌকা কি ইসলামের পক্ষে নাকি ইসলামের বিপক্ষে- এ প্রশ্নের জবাব দেবে কে? অতএব আওয়ামী লীগের নৌকা কিভাবে নূহ নবীর নৌকার সাথে তুলনা করা যায়? মানুষ যখন বিপদে পড়ে তখন বিভিন্ন কথাই বলে। আবার গরু হারালে নাকি মানুষের হুঁশ থাকে না। কাকে কি বলে সে হুঁশ জ্ঞানও হারিয়ে ফেলে। প্রিয় পাঠক শেখ হাসিনা নিজের মুখে যখন বললেন, নৌকা হচ্ছে নূহ নবীর কিস্তি। এ কথা দ্বারা কি বুঝানো হলো এবং তিনি শাহ জালাল (র, শাহ পরান (র ও শেখ বোরহান উদ্দিনের মাজার জিয়ারতের মাধ্যমে যে নির্বাচনী প্রচারণা শুরু করলেন এটা কি ধর্মীয় অনুভূতির কারণে নয়? এটা কি ধর্মীয় অনুভূতিকে নির্বাচনী কাজে ব্যবহার করা নয়? তাহলে ম্যাডাম মতিয়া চৌধুরী কি বললেন? তিনি মিডিয়া সেন্টার উদ্বোধনকালে বললেন, এবারের নির্বাচনে ধর্মকে ব্যবহার করা হচ্ছে '৫৪'র সেই যুক্তফন্সন্টে যেভাবে ইসলামকে ব্যবহার করা হয়েছিল ঠিক তেমনিভাবে। আমরা তাকে জিজ্ঞেস করতে চাই, যারা সব সময় ধর্ম-কর্ম মান্য করে, মন্ত্রিত্ব গ্রহণের সময় যারা বলেন-‘ধর্মই আমাদের কর্ম।' ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে ও রাষ্ট্রীয় জীবনে ধর্মীয় বিধানের যারা পক্ষপাতি ধর্মকে রাজনীতি থেকে আলাদা করাকে যারা সেকুলার বলে আসছেন, নির্বাচনে তারা ধর্মকে ব্যবহার করেন এ অভিযোগ কি কোনমতেই গ্রহণ করা যায়? বরং জীবনভর ইসলামের বিরুদ্ধে অবস্খান নিয়ে কেবল নির্বাচনের সময় মাথায় পট্টি আর হাতে তসবিহ, নূহ নবীর কিস্তি আর মাজার জিয়ারত করে ধর্মীয় লোকদের ভোট কামনা করে, তারা আর কিছু না হলেও যে খাঁটিভাবে ধর্ম ব্যবসায়ী সে কথা কে না বলবেন। কে না বলবেন যে, তারাই ধর্মকে এবং ইসলামকে নির্বাচনের কাজে ব্যবহার করছেন না। অতএব নিজেদের বাক্য বাণে যেন নিজেরাই কুপকাত না হন সেদিকেও একটু খেয়াল রাখার অনুরোধ রইল। আমাদের দেশের মানুষ শিক্ষাদীক্ষায় তুলনামূলকভাবে পিছিয়ে থাকলেও যে দু'টি বিষয় অত্যন্ত সচেতন তা হলো খেলাধুলা ও রাজনীতি। গ্রামের সে অজোপাড়া গাঁয়ের একজন কৃষকও আজ রাজনীতি সচেতন। মানুষকে আবোল-তাবোল বুঝিয়ে এখন আর নিজেদের নৌকায় উঠানো সম্ভব নয়। এখন আর মানুষ গুলিস্তানের ফুটপাতের ওষুধ বিক্রেতাদের ওষুধ তেমন একটা কিনতে চায় না বলে বেচারাদের ব্যবসা খুব একটা ভাল যাচ্ছে না। বিষয়টি মনে রেখেই বক্তব্য দিলে ভাল করবেন।
আলোচিত ব্লগ
বাংলাদেশে সমবায় সমিতির দুর্নীতি: সাধারণ মানুষের স্বপ্ন ভেঙে চুরমার
বাংলাদেশে সমবায় সমিতি গঠনের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের আর্থিক স্বাধীনতা অর্জন এবং সামাজিক উন্নয়নে অবদান রাখা। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে অনেক সমবায় সমিতিই নিজস্ব লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সাইকেল!! :B#
সাইকেল চালানো বাংলাদেশ সহ যেকোনও দেশের অর্থব্যবস্থার জন্য ক্ষতিকারক।
এটা হাস্যকর মনে হলেও কিন্তু চিরসত্য যে
সাইকেল চালানো ব্যক্তি দেশের জন্য একটি বিপদ।
কারণ -
■ সে গাড়ি কেনে না।
■ সে লোন নেয়... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে নির্বাহী আদেশে ট্রাম্পের সই
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারের (২০ জানুয়ারি) এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দেশটির রাষ্ট্র ক্ষমতায় বসলেন তিনি।... ...বাকিটুকু পড়ুন
মেঘ বালিকা
বৃষ্টি এলে মেঘ বালিকা ভিজতে থাক তুমি
জ্বর না উঠে সেই দিকেতে খানিক খেয়াল রাখ
আকাশ তলে নদীর জলে আনন্দ ঢেউ খেলে
তারাও ভিজে তোমার মত সুখের ভেলায় ভেসে।
প্রসারিত দু’হাত দিয়ে... ...বাকিটুকু পড়ুন
গতকাল বিকেল থেকে ট্রাম্পের জনপ্রিয়তা কমার শুরু করেছে।
গতকাল ট্রাম্পের শপথের অনুষ্ঠানে ২ লাখ মানুষকে আমন্ত্রণ করে টিকিট দেয়া হয়েছিলো; প্রচন্ড শীতের কারণে বাহিরে শপথ নেয়া সম্ভব হয়নি। পার্লামেন্ট ভবনের ভেতরে শপথ হয়েছিলো, সেখানে প্রাক্তন প্রেসিডেন্টগণ, বিচারপতিরা,... ...বাকিটুকু পড়ুন