আমি বোকা!
না হলে কি, সচ্ছ জলে ডুব দিয়ে খাই এত বড় ধোকা।
আমি বোকা!
তাই বলেই তো, আমার চার পাশে সব রক্ত চোষা পোকা।
আমি বোকা!
না হলে কি, আমায় বেচে খায় আমার দেশের নেতা।
আমি বোকা!
সেই কারনে আমার কোন মূল্য নাই ভোটের মাঠে ছাড়া।
আমি বোকা!
তাই বলেই তো এই সমাজে, এখন আমি মাকাল ফলের বোঝা।
আমি বোকা!
তাইতো আমি খাছি দেখো, সকাল বিকাল ধোকা।
আমি বোকা!
তাই বলে কি বাঙালি আমি, আমায় ঠোকানো এতটাই সোজা।
আমি বোকা
তাই বলেই তো ভালোবাসি এই দেশ,
পারিনা সহ্য করতে কোন ধোকাবাজদের ধোকা।
বলিতে চাই, পারিনা কিছু করতে।
সান্তনা এই দেশ আমার, আমি ভালোবাসি তাকে।
ক্ষমা করো মা,পারিনা আগলে রাখতে তোমায়।
ভাবি তাই, তোমাকেই দিয়ে যাছি ধোকা।
১. ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১২ ০