আজ ১লা মে মে দিবস।আত্যাচারিত নিপীরিত শ্রমিক এর মুক্তির দিন।এ কথা সবারই জানা।আজ লাল পতাকা মিছিল হলো।বড় বড় শ্রমিক নেতারা শ্রমিক এর স্বার্থ, শ্রমিকের আধিকার নিয়ে কথা বললেন।আমদের চাওয়া শ্রমিক এর জন্য একটি শ্রম বান্ধব কর্ম্য পরিবেশ। একটি টেলিভিশন চ্যানেল এ দেখলাম এক নেতা খুব শ্রমিক স্বার্থ, শ্রমিকের আধিকার, শ্রম বান্ধব কর্ম্য পরিবেশ নিয়ে খুব ঝাঝালো বক্তৃতা দিলেন।তথা তিনি শ্রমিক এর পক্ষ নিলেন। সাধু বাদ তাকে।অথচ এই তিনি অল্প কিছু দিন আগে একজন কারখানা মালিককে নির্বাচনে জেতানর জন্য ভোট চাইলেন। তার মানে তিনি কারখানা মালিক এর পক্ষ নিলেন। তাহলে তাকে দিয়ে কি শ্রমিক এর স্বার্থ রক্ষা হবে। তাহলে তিনি কার ।

আলোচিত ব্লগ
বিচারের জায়গা না পেলে মানুষ প্রেত হয়ে ওঠে
(সামাজিক অবিচার, রাষ্ট্রীয় অনুপস্থিতি এবং আন্ডারওয়ার্ল্ড কাঠামোর মধ্যে সাধারণ মানুষ কীভাবে হারিয়ে যায়।)
মানুষ যখন বারবার অবিচারের শিকার হয়,... ...বাকিটুকু পড়ুন
=একদিন এসো সন্ধ্যে ফুরোলেই=
ভালোবাসা ছড়ানো পাতায় পাতায়, সবুজাভ স্নিগ্ধ প্রহর আমার
এখানে উঁকি দিলেই মুগ্ধতারা চুয়ে পড়ে টুপটাপ;
ধূসর রঙ প্রজাপতিরাও এখানে রঙিন ডানায় উড়ে,
কেবল অনুভূতির দোর দিতে হয় খুলে, চোখগুলো রাখতে হয়... ...বাকিটুকু পড়ুন
চীনের জে-১০ যুদ্ধবিমান কোনো চকচকে ল্যাব বা বিলাসবহুল ফ্যাক্টরিতে জন্মায়নি
১: গবেষণা ও উন্নয়ন (R&D) দলের অক্লান্ত পরিশ্রম।
২: বাইসাইকেলে চেপে কাজে যাচ্ছেন প্রধান প্রকৌশলী সু চিশৌ।
৩: প্রথম উড্ডয়নের পর কেঁদে... ...বাকিটুকু পড়ুন
Bangladesh bans ousted PM's Awami League under terrorism law
হায়রে এরেই বলে কর্মফল। ১৭ টা বছর গুম , খুনের মাধ্যমে এক ভয়ের রাজ্য তৈরী করে কেড়ে নেয়া হয়েছিল মানুষের বাকশক্তি। চোখ, কান, মুখ থাকতেও... ...বাকিটুকু পড়ুন
দিন গেলে আর দিন আসে না ভাটা যদি লয় যৌবন
এমন কোনো ইস্যু আছে, যা নিয়ে জাতি পুরোপুরি একমত? ৫০%ও একমত এমন কোনো বিষয় চোখে পড়ে না। একপক্ষ রবীন্দ্রনাথের গান জাতীয় সঙ্গীত হিসেবে মনেপ্রাণে ধারণ করে, আরেক পক্ষ বদলাতে চায়।... ...বাকিটুকু পড়ুন