দ্যা এন্ড অব অল ইভল বইটির লেখক Jeremy Locke।লেখক সর্ম্পর্ন বইতে যে বিষয়টি বুঝাতে চেয়েছেন তাহল সাধারণ মানুষ (বিশেষ কোন সম্প্রদায় নয় ) এবং কর্তপক্ষ/শাসক/গভমেন্ট এর মধ্য ক্ষমতা ও এর নিয়ন্ত্রন নিয়ে দ্বন্দ। মানুষ সব সময়ই মুক্ত ও স্বাধীন অবস্থায় সাধারণ ও স্বাভাবিক আচরণ করে কিন্তু এই স্বাধীন-মুক্ত ও সাভাবিক আচরণ কর্তপক্ষ/শাসক/গভমেন্ট এর স্বার্থের ক্ষেত্রে সর্ম্পর্ন বিপরিত। ফলে সে স্বাধীনতা- মুক্তি-লিবার্টির বা অধিকতর ভাল বা সামষ্টিক ভালর কথা বলে জনগণকে স্লেভ বা তাদের উপর নিয়ন্ত্রণ আরোপ করার জন্য তৈরী করে আইন বা ল এবং রেজুলেশন।
কিন্তু মানুষ স্বাভাবিক দৃষ্টিভঙ্গি বা আচরন যেহেতু অনাদি কাল থেকৈই কোন কিছুর প্রভাবমুক্ত আবস্থায়ই পারফেক্ট ফলে নতুন তৈরী আইন বা রেজুলেশন ভাঙ্গার চেষ্টা করে। আর যখনই সে ভাঙ্গার চেষ্টা করে তখন তার /তাদের উপর কতৃপক্ষের নিয়ন্ত্রন ও শোষন আরো বেড়ে যায়। ফলে পুরো সমাজই তাদের নিয়ন্ত্রণেচলে যায়। আবার অনেনক কাল বা সময় পর যখন তারা তাদের স্লেভ বা নিয়ন্ত্রিত অবস্থা লিবার্টির জন্য শাসকদের কৌশল বুঝতে পেরে সচেতন হয় তখন শাসকদের নিয়ন্ত্রণ তাদের উপর থেকে চলে যায়। এ ভাবে তিনি পুরো বইতে বিভিন্ন ভাবে উক্ত বিষয়টি বর্ণনা করেছেন।
তার ব্যবহৃুত কতিপয় পরিভাষা:
Anarchy:
প্রচলিত বা সাংস্কৃতিক অর্থ: শাসনবিহীন অবস্থায় জনগনের বিশ্রিংখলা ও সংঘাত হল Anarchy
প্রকৃত বা সত্য অর্থ: Anarchy বলতে সনাতন বা সাধারণ মানব সমাজে কিছূ নেই Anarchy বলতে যা বুঝায় তা হল tyranny বা স্বৈর শাসকের শাসন।
Corruption:
প্রচলিত বা সাংস্কৃতিক অর্থ: :আইন অমান্য করা
প্রকৃত বা সত্য অর্থ: আইন বা 'ল নিজেই Corruption। কারণ মানুষের উপর অবধৈ নিয়ন্ক্রণ আরোপ করার জন্য তা তৈরী হয়েছে।
Crime:
প্রচলিত বা সাংস্কৃতিক অর্থ: সংঘাত ও ধ্বংস
প্রকৃত বা সত্য অর্থ: শাসকের প্রতি আনুগত্যহীনতা
Democracy-
প্রচলিত বা সাংস্কৃতিক অর্থ: ফ্রিডম বা স্বাধীনতা
প্রকৃত বা সত্য অর্থ: Democracy হল Perfect evil।
Evil-
প্রচলিত বা সাংস্কৃতিক অর্থ: অজ্ঞতা এং ভয় যা শাসক তৈরী করে।
প্রকৃত বা সত্য অর্থ: The destruction of freedom বা Evil সব সময় চায় মানুষকে স্লেভ বা নিয়ন্ত্রিত রাখতে।
Freedom-
প্রচলিত বা সাংস্কৃতিক অর্থ: কতিপয় অপরিহার্য মৌলিক অধিকার। যথা: অন্ন, বস্ত্র, বাসস্তান, চিকিতসা এবং ভোট বা সংগঠন করার অধিকার
প্রকৃত বা সত্য অর্থ: Freedom হল মানব জীবনের infinite value যা শুধু মাত্র ৫-৬ টি অধিকারের মধ্য সীমাবদ্ধ নয়।
Government-
প্রচলিত বা সাংস্কৃতিক অর্থ: জনগনের মধ্য শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান।
প্রকৃত বা সত্য অর্থ: চাঁদাবাজী বা শোষনকে প্রাতিষ্ঠানীকীকরণ।
Nation-
প্রচলিত বা সাংস্কৃতিক অর্থ: “We”
প্রকৃত বা সত্য অর্থ: বন্দুকধারী একদল মানুষ যাদেরকে অমান্য করলে হত্যা করবে।
Power
প্রচলিত বা সাংস্কৃতিক অর্থ: Control over others
প্রকৃত বা সত্য অর্থ: Liberty
Security-
প্রচলিত বা সাংস্কৃতিক অর্থ: Stability created by law
প্রকৃত বা সত্য অর্থeace and prosperity created by freedom
Slavery-
প্রচলিত বা সাংস্কৃতিক অর্থ: Full time work without pay and ability to quit
প্রকৃত বা সত্য অর্থ: All evil
Terrorism-
প্রচলিত বা সাংস্কৃতিক অর্থ: Religious fanaticism
প্রকৃত বা সত্য অর্থ: Evil men attempting toestablish a competing government
Culture-
প্রচলিত বা সাংস্কৃতিক অর্থ: Natural flow of human behavior
প্রকৃত বা সত্য অর্থ: The enforcer of authority
Corporation-
প্রচলিত বা সাংস্কৃতিক অর্থ: Counterpart to employee,an entity of greed needing government oversight
প্রকৃত বা সত্য অর্থ: A mandate created by government designed to control economies
End of the World-
প্রচলিত বা সাংস্কৃতিক অর্থ: Horror, disease, death and misery
প্রকৃত বা সত্য অর্থ: The end of evil, the beginning of peace and prosperity for every soul on earth
Loyalty-
প্রচলিত বা সাংস্কৃতিক অর্থ: The nobility of honoring authority
প্রকৃত বা সত্য অর্থ: Perversion of love whose true definition is obedience
সোর্স: the End of All Evil
Writer: Jeremy Locke
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৬