আমাদের সময়ের পুরো সংবাদ পড়ুনঃ
বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রীকে বিধবা বলে বক্তব্য দেওয়াকে নিজের স্লিপ অব টাং বলেছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। গতকাল আমাদের অর্থনীতির সঙ্গে সাক্ষাৎকারে বলেন, ইলিয়াস আলীর বিধবা স্ত্রী তার স্বামীর খুনি সম্পর্কে জানেন এমন বক্তব্য আমার মুখ ফসকে বের হয়ে গেছে । এর জন্য আমি ইলিয়াস আলীর স্ত্রী ও পরিবারের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ইলিয়াস আলী নিখোঁজ সম্পর্কে আমার কোনও বক্তব্য দেওয়ার কথা নয়। এই মামলা সম্পর্কে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। এটা তাদেরই বিষয়। আমি অনেকটা আবেগতাড়িত হয়ে এ কথা বলে ফেলেছি।
তিনি বলেন, আমার স্বামীকে যখন অপহরণ করা হয় তখন আমার একমাত্র মেয়েটির বয়স দেড় বছর। মিডিয়ায় ইলিয়াস আলীর মেয়ের মুখটি দেখে আমার আমার মেয়ের মুখই মনে হয়েছে। অবচেতনে আমার ঘটনাটিই আমাকে আবেগতাড়িত করেছে। সেখান থেকেই ইলিয়াস আলী সম্পর্কে কথাগুলো ভুল করে বলে ফেলেছি । ওই দিনের অনুষ্ঠানের পুরো বক্তব্যের সঙ্গে এ কথার কোনও মিল নেই। এটি একটি বিচ্ছিন্নভাবে বলা কথা।
মন্নুজান বলেন, একজন রাজনৈতিক নেতা নিখোঁজ হয়েছেন। বিএনপি সবসময় সরকারকে এ ঘটনার জন্য দোষারোপ করছে। তারা ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের সঙ্গে না থেকে ক্ষমতায় যাওয়ার জন্য একের পর এক হরতাল দিয়ে যাচ্ছে। এটাও আমাকে ব্যাথিত করেছে। সরকার চেষ্টা করে যাচ্ছে ইলিয়াস আলীকে খুঁজে বের করার জন্য। বিরোধী দলেরও উচিত সরকারের কাজে সহযোগিতা করা। এটা না করে তারা কুৎসিত রাজনৈতিক খেলা খেলছেন।
প্রতিমন্ত্রী বলেন, ওই দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে পেয়ে আসলে আমি এ কথাগুলোই বলতে চেয়েছিলাম। (কথা বলার এ পর্যায়ে একটু থেমে প্রতিমন্ত্রী নিজের কাছে রাখা একখিলি পান মুখে দিয়ে বললেন) আসলে ভাই একথা নিয়ে এত আলোচনা হবে বুঝতে পারিনি। অনুষ্ঠানের পরপরই অনেকের কাছে আমার মুখ ফসকে বলে ফেলা কথা সম্পর্কে বিভিন্ন বক্তব্য শুনেছি। এ নিয়ে আমি আর এখন কথা বলতে চাই না।
গত মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রীকে বিধবা উল্লেখ করে বলেন, ইলিয়াস আলীর স্ত্রী তার স্বামীর খুনি কেÑ তা জানেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে বিষয়টি খুলে বলার জন্য তিনি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদিও লুনার প্রতি অনুরোধ জানান।
ওই দিন মন্নুজান সুফিয়ান বলেছিলেন, ইলিয়াস আলীর বিধবা স্ত্রী, আমি বলতে চাই যে, আপনার স্বামীর প্রকৃত খুনি কে, সেটা আপনার মনও জানে। আপনি টিভির সামনে যখন কথা বলেন, আমি আপনাকে উপলব্ধি করি। আপনিও জানেন আমার স্বামীকে কারা অপহরণ করে আজকে কোথায় রেখেছে। জীবিত আছে না মৃতÑ আমি জানি না। আল্লাহই জানেন। আর যারা এ কাজটি করেছে তারাই জানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়েÑ তিনি এ কাজ কখনও করতে পারেন না। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় সব কথা খুলে বলার জন্য ইলিয়াস আলীর স্ত্রীর প্রতি তিনি আহ্বান জানান।