
Turkey’তে ১৯৮২ সালে জন্ম নেওয়া সুলতান কোসেন,যার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ হিসেবে গ্রিনেস ওয়ার্ল্ড এ নাম লিখিয়েছেন। গ্রিনেস ওয়ার্ল্ড, এ পর্যন্ত আট ফুটের উপর মাত্র ১০ জন মানুষ এর সন্ধান পেয়েছেন। সুলতান কোসেন যে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ তাই নয়,তিনি একই সাথে আর ও দুটি রেকর্ডের মালিক। পৃথিবীর সবচেয়ে লম্বা পা এবং সবচেয়ে লম্বা প্রসারিত হাত এর মালিক ও তিনি।
গিনেস ওয়ার্ল্ড এ নাম লেখানোর পর তিনি বলেন, আমি কখনোই ভাবিনি যে আমি এই রেকর্ড এর মালিক হব, এটা আমার স্বপ্ন ছিল। এটা সত্যিই আমার জন্য একটা surprise.
সুলতান এর তিন ভাই, এক বোন ও তার বাবা মা মিলিয়ে মোট সাতজন। পরিবারের অন্য সবাই স্বাভাবিক উচ্চতার
অতিরিক্ত উচ্চতার কারনে সুলতান নিজের পড়াশুনা শেষ করতে পারেননি, এমনকি বাবাকে ও কৃষি কাজে সাহার্য করতে পারেনি।
তিনি লম্বা হওয়ার একটি সুবিধার কথা ও বললেন। লম্বা হওয়ার কারনে তিনি তার আম্মাকে বিভিন্ন কাজে সাহায্য করতে পারেন,যেমন কেটে যাওয়া বাল্ব পরিবর্তন,পর্দা টাঙ্গানো ইত্যাদি।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৩