আজ বোধহয় পুর্নিমা । আকাশে থালার মতন এত্ত বড় গাঢ় হলুদ রঙের একটা চাঁদ উঠেছে । আর আমার জানালার ফাঁক দিয়ে আসা আলোটা এমনভাবে গায়ে পড়ছে যেন জোছনায় স্নান করছি ।
বড় বড় দু'টো অট্টালিকা দাঁড়িয়ে আছে মাত্র দু'হাত দুরত্বে । তাদেরই একটার পাঁচ তলার জানালার ফাঁক দিয়ে আকাশটাকে এক নজর দেখার এক ব্যার্থ প্রয়াসে আছি । তবে কালোর মাঝে সোনালি যে দাগটা দেখতে পাচ্ছি , তা দেখে মনে মনে ভাবছি ,
=> " এ কোন পাগলা শিল্পীর মাৎলামি , যে এই চিপা গলির খাতায় তার পেন্সিল রঙের আঁচড় কেটে দিয়েছে ?? "
মনে হচ্ছে , " এই শান - বাঁধা জীবনের বাইরেও একটা কিছু আছে ... "
হঠাৎ কারেন্ট চলে এলো । বৈদ্যুতিক বাতি আর ফ্যান একসঙ্গে ছুটল । বাতাসে জোছনার মিষ্টি গন্ধটা কেন যেন আর পাচ্ছিনা ।
এখন মনে হচ্ছে ,
=> " এ গণ্ডীর ভেতরের সবই আসলে সত্য । আর যাকে মনে মনে ভাবছিলাম ম_স্ত একটা কিছু , সে আসলে ম___স্ত একটা স্বপ্ন ..... "
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৯