প্রিয় হাসিনা আপা,
আমার এই লিখা জানি আপনার কাছে পোছাবে না, তার পরও লিখছি।
আমার বংশগত ভাবে স্বাধীনতার স্বপক্ষের অনুসারি। আপনি যখন ক্ষমতায় আসেন আমার আশায় বুক বাধি। বংগ বন্ধু কন্যা আমাদের সঠিক পথ পরির্দশক হবে।
যার ফনশ্রুতিতে আপনার সকল কর্মকান্ড আমরা বিনা যুক্তিতে মেনে নিয়েছি। আপনার রাতের ভোটে, বিনা ভোটও আমরা সবাই মেনে নিয়েছি, আমি নিজেও আপনার মেয়াদে কোন ভোট দেয়নি বা দিতে পারিনি। তার পরেও আপনাকে সর্মথন দিয়েছি। চাওয়া ছিল আপনি বাংলাদেশের মাহাথির হবেন। তাই আপনার যর্থাত সময় প্রয়োজন, তাই আমরা আপনাকে মৈন সর্মথন দেয়েছি।
বিগত ১৫ বছরের শাসনামলে আমরা প্রতি ক্ষেত্রে দেখেছি আম জনতাকে নিয়ে আপনি ও আপনার দলের ব্যাঙ্গ বিদ্রুপ। তার পরেও সবাই মৈন ছিল, যে মৈনতা সম্মতির লক্ষনই ছিল। আপনি ত সকল বিষয়ে জ্ঞানী।
পেয়াজের মূল্য বাড়ার সমাধান আপনি দিলেন পেপে।
মাংসের বিকল্প দিলেন কাঠাল।
কাচা মরিচ শুকিয়ে রাখারও পরামর্শ আমরা আপনার থেকে পাই, আরো কত জ্ঞানের ভান্ডার যে আপনার থেকে আমরা পেয়েছি তা বলাই বাহুল্য, তার পরও আমরা মৈন ছিলাম।
আপনার মনে পড়ে কি ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন, যা কোন ভাবেই রাজনৈতিক আন্দোলন ছিল না। কিন্ত সেই আন্দোলনকে আপনি ঠিক আপনার মত করে সহিংস করে তুলেছে আপনার ছত্রলীগ কে লেলিয়ে দিয়ে এবং আপনার চিরা চরিত এন্টিবায়টক জামাত, বিএনপি ও জঙ্গিবাদের নামে। সেই সময়তেও কতগুলো কোমল প্রান আপনি হরন করছেন।
আজ যারা কোটা আন্দোলন করছে তারা কিন্ত সেই ২০১৮ সালের ছাত্ররা যার আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের সেই ছাই চাপা আগুনে আজ আপনি পুড়ছেন। বার বার আপনি রং হেডেড হয়েছেন। নিজের দাম্ভিকতার কারনে। সব রোগের কিন্ত চিকিতসা এক নয়, কিন্তু আপনি বার বার একই এন্টিবায়টিক ই ব্যাবহার বা প্রয়োগ করেছেন যার ফলে আতি ব্যাবহারের কারনে তা এখন আর কাজ করছে না।
আজ মনে হচ্ছে যে পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন সেই পিতা কেন স্বাধীনতার মাত্র চার বছেরের মাথায় নির্মম ভাবে পুর পরিবার সহ খুন হলেন। অনেক ইতিহাস সুনেছি কিন্ত বিশ্বাস করিনাই।
কিন্ত আপনার বর্তমান কর্মকান্ডের কারনে আপনি আপনার পিতার সব অর্জনকেই আজ প্রশ্নবিদ্ধ করছেন। এই যেমন বাপ কা ব্যাটা সিপাই কি ঘোড়া, কুছ নেহি ত থোড়া থোড়া।
তার পরেও আপনার সুবিদ্ধির উদয় হচ্ছেনা আপনি বার বার প্রশ্ন করছেন কেন এত আন্দোলন। আপনি এই বাংলাকে আপনার পিতা হত্যার প্রতিশোধের ক্ষেত্র বানাচ্ছেন নাতো। আজ বজ্গবন্ধুর চুড়ান্ত মৃত্যু হল আপনার দ্বারা।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:২০