জানুয়ারী ১৬,২০১২ বন্ধুসম তারেক এর আমন্ত্রনে কক্সবাজারের, ডুলহাজরার উদ্দেশ্যে রাত ১২ টার বাসে একা যাত্রা শুরু করলাম। গন্তব্য ফাসিয়াখালী, সাপেরগারা। সাপেরগারা নামের অর্থ সাপের গর্ত। কক্সবাজার জেলার চকরিয়ার উপজেলার অর্ন্তরগত ডুলহাজরা ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চল যা বান্দরবান জেলার নাইক্ষাংলছড়ি ইউনিয়নের সিমানায় অবস্তিত।
তারেক আরো ৫ বছর পূর্বে এই অঞ্চলে কিছু পাহাড়ি ভূমি নিজ নেয় রাবার প্লান্টেশন শুরু করে, আমারও তার সাথে থাকার কথা ছিল কিন্ত পারিপার্শ্বিক কারনে আর থকা হয়নি।
খুব ভোর বেলা বাস থেকে নেমে গেলাম ডুলহাজরা বাজার। তারেক আগে থেকেই আমার জন্যে অপেক্ষা করছিল চাঁদের গাড়ি নিয়ে। পাড়ি দিতে হবে ১২ কিমি পথ দুর্গম পাহাড়ি রাস্তা।
আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার চর্তূর পার্শ্বের অপরূপ দৃশ্য দেখে হারিয়ে গিয়েছিলাম, হটাত গাড়ি থেমে যাওয়াতে ঘোর ভাংল। সমতল রাস্তা থেকে পাহাড়ি পথ শুরু প্রায় ৬০ ডিগ্রী খাড়া ঢাল গাড়ি চালিয়ে উঠতে হবে তাই গাড়ি থেকে নেমে পায়ে হেঠে উঠে গেলাম উপরে। কিছুক্ষন পর গাড়িও এই বিপদজনক ঢাল অতিক্রম করে আসার পর আবার পাহাড়ি আকঁআবাঁকা পথ চলা শুরু। সেই এক নয়নাভিরাম দৃশ্য।
তারেকের ছোট্ট বাংলোতে কিছুক্ষন বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম হাইকিংয়ে। হাইকিংয়ের বিস্তারিত ছবি দেখে নেওয়া যাক।
বূনো হাতি চলাচলের রাস্তা
পাহাড়ি ঝিঝির মাঝ খানে এইভাবে বাধ দিয়ে আদিবাসিরা তাদের খাবার পানি সংগ্রহ করে থাকে।
প্রায় শতবর্ষি ধর্মগুরু (ভ্রান্তে)
দিন শেষে সাপের গারার সন্ধ্যা
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৩