বেদ হলো হিন্দুদের প্রাচীনতম এবং পবিত্র ধর্মগ্রন্থের নাম। আর বেদ এর চারটি মূল অংশ আছে, যথাঃ ঋগ্বেদ, যজুর্বেদ, সাম বেদ এবং অথর্ব বেদ। বেদ সংস্কৃত, véda वेद,জ্ঞান প্রাচীন ভারতে লেখা হয়েছে। বেদ হলো হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় গ্রন্থ । অথর্ববেদ ৬/৪৪/১ এ বলা হয়েছে, পৃথিবী স্থির এবং নিশ্চল দাঁড়িয়ে আছে।
নীচে একটি স্ক্রীনশট দেয়া হলোঃ
আমরা দেখতে পারছি এখানেও সেই একই কথা বলা হয়েছে, পৃথিবী স্থির।
Atharva Veda 6.77.1 Firm stands the heaven,firm standsthe earth, firm stands this universal world
নীচে আরো একটি স্ক্রীনশট দেয়া হলোঃ
পৃথিবী স্থির এটা বেদাংগেও রয়েছে। বেদাংগ ,নিরুক্ত ১০/৩২ বলা হয়েছে, সবিতা পৃথিবীকে স্থির করে রেখেছে নাকি খুটি দ্বারা।
.Rig Veda 10/149 Savitar has fixed the earth with supports; Savitar has fastened heaven in unsupported space
নীচে আরো একটি স্ক্রীনশট দেয়া হলোঃ
Rig Veda 18/89, Sam Veda 4/1/5 Indra hath fixed [Stopped] the earth and heaven as with an axle. এখানে বলা হয়েছেদেব ইন্দ্র পৃথিবী কে স্থির রেখেছে ।
নীচে আরো একটি স্ক্রীনশট দেয়া হলোঃ
বেদের ভুল নিয়ে আরো অনেক উদাহরণ দেয়া যাবে। আল্লাহ তায়ালা বলেছেন মানুষের জন্য কোরআনই একমাত্র কিতাব নয় বরং এটি সর্বশেস কিতাব। তিন আরো কিতাব পাঠিয়েছেন যা মানুষ নিজেদের স্বার্থে বিকৃত করেছে। হতে পারে বেদও সেরকম কোন কিতাবেরই ভগ্নাংশ বা কোন আসমানি কিতাব যার কিছু ভগ্নাংশ মুনি রিসিরা নিয়ে বেদ রচনা করেছেন। তবে অবশ্যই এটি সেই মুল আসমানি কিতাব না কারন হলোএতে রয়েছে অনেক অশ্লীল কথা,অবৈজ্ঞানিক কথা এবং পরস্পর বিরোধি কথা।
অথচ আমাদের জানা মতে বিজ্ঞান বলে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো গতিশীল। আমরা লক্ষ করেছি যে নিয়ম মাফিক প্রতিদিনই সূর্য পূর্বদিকে উঠে আর পশ্চিমে অস্ত যায়। এর কারণ হলো পৃথিবী গতিশীল। মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সূর্যকে সম্মুখে বা সামনে রেখে পৃথিবী নিজ অক্ষে আবর্তন এবং নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে। আর এটিই পৃথিবীর গতি। পৃথিবীর গতি দুই প্রকার যথাঃঃ ১। আহ্নিক গতি এবং ২। বার্ষিক গতি। স্থির নক্ষত্রের সাপেক্ষে নিজের অক্ষের চারিদিকে পৃথিবীর একবার পূর্ণ ঘূর্ণনের সময়কাল কে স্থির নক্ষত্র দিবস বলা হয়। এর মান ৮৬,১৬৪.০৯৮৯০৩৬৯১ গড় সৌর সেকেন্ড বা ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪.০৯৮৯০৩৬৯১ গড় সৌর দিন। নিচের ছবিতে দেখা যাকঃ
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৭ রাত ১০:০৫