গতকাল ছিল বাংলা সাহিত্যের অবিস্মরণীয় কবি প্রতিভা, চির বিদ্রোহের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৯তম জন্মবার্ষিকী।
১৮৯৯ সালের এই মহান কবি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী ফকির আহমদ এবং জননী জাহেদা খাতুন।
ব্রিটিশ শাসন-শোষণে নির্যাতিত-নিষ্পেষিত-পরাজিত-আশাহত-লাঞ্ছিত জাতি যখন ধুকে ধুকে মরছিল তখন নজরুল আবির্ভূত হন আলোকবর্তিকার মতো। তার লেখনীর মাধ্যমে জাতি খুঁজে পেয়েছিল পথের দিশা। পরাধীন জাতি তাকে গ্রহণ করেছিল তাদের চেতনার প্রতীক হিসেবে। ধর্ম-গোত্র-বর্ণ নির্বিশেষে তিনি বাংলা ভাষাভাষীই শুধু নন, বিশ্বের সব জনপদের নিগৃহীত-বঞ্চিত মানুষের সংগ্রামের প্রতিচ্ছবি।
কাজী নজরুল ইসলাম এ জাতির হতাশ প্রাণে নিয়ে আসেন নতুন প্রেরণা। তার প্রদর্শিত পথ ধরে আত্মবিশ্বাসে পূর্ণ একটি জাতি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এগিয়ে যায় পরাধীনতার অìধ কার ঠেলে স্বাধীনতার দিকে। ব্রিটিশের গোলামীর বিরুদ্ধে কবিতা লিখে চির বিদোহী এই কবি বরণ করেন কারা জীবন। পৃথিবীর ইতহাসে এমন নজির বিরল। তিনি তাই বিদ্রোহী কবি।
এ দেশের প্রতিটি মানুষের আত্মার আকুতির অনুরণন ঘটিয়েছিলেন নজরুল। জাতির স্বপ্ন সাধ, আশা আকাáক্ষা সবই ধারণ করেছিলেন নজরুল। তিনি তাই আমাদের জাতীয় কবি।
কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনা, সাহিত্য, সংস্কৃতির অন্যতম প্রধান রূপকার। মানবতার পক্ষে, শোষিত বঞ্চিত, নিগৃহীত মানুষের পক্ষে নিরবচ্ছিন্নভাবে কলম চালনা করে তিনি তাদের প্রধান মুখপাত্রে পরিণত হন।
উপমহাদেশের জনজীবন, সাহিত্য ও সংস্কৃতিতে তিনি অসাম্প্রদায়িকতাকে সবার ঊর্ধ্বে তুলে ধরেন। তার এ অবদান তুলনাবিহীন। সাহিত্যের মতো সঙ্গীতেও তিনি যে অবদান রেখে গেছেন তা শুধু বাংলা সঙ্গীতের ইতিহাসেই নয়, বিশ্ব সঙ্গীতের ইতিহাসেও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সংখ্যার বিচারে তিনি যেমন অনতিক্রমনীয়, তেমনি গুণগত মান, শৈল্পিক উৎকর্ষ, বিষয় বৈচিত্র্যেও তার অবদান অনন্যসাধারণ। বাংলা সঙ্গীতে তিনি আধুনিকতার স্খপতি। ইসলামি সঙ্গীতেরও তিনি অগ্রগামী প্রবক্তা। ইসলামি গানে আজঅবধি কেউ তাকে অতিক্রম করতে পারেনি। আবার দেশাত্মবোধক গান, জাগরণী গান এবং শ্যামা সঙ্গীত রচনার ক্ষেত্রে তার অবদান অতুলনীয় বিভায় চিরকাল সমুজ্জ্বল থাকবে। আমাদের স্বাধীনতা যুদ্ধে তার লেখনী ও সঙ্গীত ছিল এ দেশের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার অন্যতম প্রধান উৎস। (সূত্র: নয়াদিগন্ত)।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৮ সকাল ১০:৪৮