.
.
মোমবাতি জ্বলে
প্রথম আগুনের পরশে উজ্জ্বল
তার পর ঝরে পড়া কান্না গড়িয়ে যায়
অন্ধকারের বিরুদ্ধে লড়ে যায় দিয়ে যায় আলো
সময়ের সাথে সাথে কমে তার আয়ু
থর থর কেঁপে শেষ হয়েআসে জীবন
রেখে যায় নিজের অস্তিত্বের চিহ্ন
মানুষ পৃথিবীতে জন্ম নেয়
শুরু হয় অসহায়ত্বের চিৎকার
সমস্ত মনোযোগ কেড়ে নেয় নিমেশে
পিতা মাতার রক্ত নিংড়ে হয় সরব
আসে কৈশর আসে যৌবণ আশে বার্ধক্য
সময়ের সাথে শেষ হয় জীবন
রেখে যায় নিজের অস্তিত্বের চিহ্ন