চাকুরীর প্রয়োজনে দেশের বাইরে । সব সময় মন খারাপ থাকে প্রাণ খুলে কথা বলতে পারিনা।এখানে ভাষা গত অনেক সমস্যা।দেশটি এক সময় বেলজিয়াম এর কলোনি ছিলো , নিজেস্ব আফ্রিকান ভাষা , উপজাতীয় ভাষা তো আছেই কিন্তু অফিসিয়াল ভাষা হচ্ছে ফ্রেঞ্চ ।
আমার সাথে অনেক কর্মচারী কর্ম কর্তা । লোকাল লোকজন ছাড়াও আছে বিভিন্ন দেশ থেকে আগতরা ।প্রথম কিছুদিন যাওয়ার পরই টের পেলাম ফ্রেঞ্চ না জানলে আমি অচল । স্থানীয় একজনকে দোভাষী হিসাবে নিয়োগ দেয়া হলো , কালো লিকলিকে বডি , হাসার আগেই দাত বের হয়ে যায় ।নাম ফেলিক্স । আমরা যে টুকটাক ফ্রেঞ্চ বলতাম ফেলিক্স এসে বুঝি দিত এসবের সব উচ্চারণ ভুল । কথায় কথায় তার মাস্টারি ,"স্যার ,আসলে ফ্রেঞ্চ ভাষাটা অসাধারণ ,আপনারা এটাকে বিকৃত করে বারোটা বাজিয়েছেন ,আমার উচ্চারণ টা সব সময় ফলো করবেন , ইম্প্রুভ হবেই "
আমাদের কাজে কর্মে বাজারে অফিস এ সব জায়গাতে ফেলিক্স এর প্রচন্ড প্রভাব । নতুন কেও এলেই আমরা তাকে ফেলিক্স এর হেফাজতে দিয়ে দেই কয়েকদিনের জন্য । রাস্তাঘাটে বের হবার আগে ফেলিক্স তাকে ঘষে মেজে ফ্রেঞ্চ টা ধরিয়ে দেয় ।
সেদিন অন্যদিনের মতো ফেলিক্স কে নিয়ে বাজার করে ফিরছি । যথা রীতি আমি তার কাছ থেকে অবিরত জ্ঞান লাভ করেই যাচ্ছি । এটা এভাবে বলো না, এর উচ্চারণ টা আর গভীর থেকে বলতে হবে ..ইত্যাদি ।
বাসায় দেখি আমাদের নতুন অফিস কলিগ রিও বসে আছে ।সকালে এসেছে ,বিশ্রাম পর্ব শেষ। রাজধানী হেড অফিস থেকে আজ ই তার পোস্টিং হয়েছে আমাদের সাথে,আমারই সমপর্যায় এর অফিসার সে।প্রাথমিক পরিচয় পর্ব এবং সৌজন্য বার্তা বিনিময় শেষ হলো, আমাদের কথা হচ্ছিল ইংরেজীতেই । ফেলিক্স শুরুতেই বুঝিয়ে দিলো তার অবস্থান টা ।
"বস! যতই ইংরেজিতে পট পট করন না কেনো আমাকে ছাড়া কিন্ত আপনারা অচল।"
রিও প্রশ্ন নিয়ে তাকাল তার দিকে ।
ফেলিক্স খুব উত্সাহের সাথে বলে যাচ্ছে ,"ফ্রেঞ্চ না বলতে পারলে এখানে অচল "
রিও বললো ,"আমি কিছুটা ফ্রেঞ্চ বলতে পারি"
"আপনাদের দের ওই বলাতে কিছু হবেনা স্যার , উচ্চারণে অনেক ভুল থাকে "এতটুকু বলে ফেলিক্স রিও এর ফ্রেঞ্চ কত টুকু জানে তার পরীক্ষা নেয়া শুরু করলো "বলেন তো আমি অল্প ফ্রেঞ্চ পারি এটা ফ্রেঞ্চ লাঙ্গুয়েজ এ কী হবে?"
রিও কিছু একটা বললো , আমি হসলাম , হয়নাই । আমাদের মাত্র দুদিন আগে ফেলিক্স আসল উচ্চারণ টা ধরিয়ে দিয়েছে ।
ফেলিক্স খুব মনোযোগ দিয়ে তাকে সঠিক উচ্চারণ টা শিখালো ।
রিও এর চেহারা দেখে বুঝা যাচ্ছিল ফেলিক্স এর পাণ্ডিত্য দেখে সে মুগ্ধ ।
ফেলিক্স এক এর পর এক অতি দরকারী ফ্রেঞ্চ গুলো রিও কে শিখিয়ে দিচ্ছিল । রিও ও অতি মনোযোগের সাথে বার বার প্র্যাক্টিস করে উচ্চারণ টা তালিম নিয়ে নিচ্ছিল । ফেলিক্স খুব উস্তাদ উস্তাদ ভাব নিয়ে আছে? কী একটা উচ্চারণ একেবারেই হচ্ছিল না রিওর ।খুব বিরক্ত প্রকাশ করলো ফেলিক্স ,"আসলে সমস্যা হয়েছে আপনারা যে আগে থেকে ভুল উচ্চারণে ফ্রেঞ্চ টা শেখার চেষ্টা করেছেন সেটাই ।"
রিও হাসল , লাজুক হাসি । ফেলিক্স জানতে চাইল ,"নিশ্চয় আপনি আগে যেখানে পোস্টিং ছিলো সেখানকার ইন্টারপ্রেটার এর কাছ থেকে এই সব ভুল ফ্রেঞ্চ শিখেছেন ?"
রিও লাজুক হাসি হেসে না বোধক মাথা নাড়াল ,"আমি আসলে নিজে নিজেই শিখেছি "
হালকা একটু বকুনি দিল ফেলিক্স তার বস রিও কে ,"ফ্রেঞ্চ কী এতই সহজ যে নিজে নিজে শেখা যাবে ?"
তার জবাবের জন্য ফেলিক্স মোটেও প্রস্তত ছিলনা ,আমরাও বেশ অস্বস্তি বোধ করলাম।রিও বললো ,"আসলে এ ছাড়া আমার উপায় ছিলো না , ফ্রেঞ্চ টা শেখা আমার খুব জরুরী ছিলো"রিও একটু রহস্যময় হাসি হাসল ,"কারণ শুধু আমিই না, আমার মা বাবা , দাদা নানা চৌদ্ধ গুষ্টি আমরা ফ্রাণ্স থাকি ,আমার মাতৃভাষাই ফ্রেঞ্চ ! "
আজীবন ফ্রাণ্স এর লিয়োঁ এলকাতে তার বাস , সামান্যতম অহংকার বা বিরক্ত বোধ নেই তার মধ্যে, বেশ আগ্রহ নিয়েই সে বলছিল ,"এখনো শিখতে হলে অবশ্যই আমি শিখবো ।"
ফেলিক্সএর হাসি হাসি মুখটা বিকৃত হতে হতে ক্রমান্বয়ে তরমুজ এর মতো হয়ে গেলো মুহূর্তের মধ্যে !!!!
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১১ সকাল ১০:১১