বোধ থেকে বোধোদয় হয়নি কখনো,
বেলা অবেলায় তিমির সন্ধ্যায় জোত্স্না ধরার পরে ।
নষ্ট নীড়ের স্বপ্ন দেখে অশান্ত অতিথি পাখি ,
বাঁধ ভাঙা আবেগে নিষিধ্ধ তৃষ্ণা রেণু হয়ে ঝরে !
ক্লান্ত হাতে ঘোড় ধরা চোখে ঘোড়ার লাগাম
লাভ নেই তবু লোভের হাতছানি পাতে বিচ্ছিন্ন নিশিচারী ।
প্রলোভন আহ্লাদে বৈরাগী বাতাসের ছন্দে
উন্মাতাল নেটের তীর্থে ভেসে যায় সংসারে বন্দী ঋষি নারী !
দশ বিশ ত্রিশ করে ঘুরেছে ঘড়ির গণ্ডিহীন বছরের চাকা অবিরাম
ডিজিটাল ত্রিশুলে বিস্মিত ত্রিশের যুবক , অস্থায়ী সংকিত পরিণাম ।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১১ সকাল ১১:৫৩