অনেকদিন পর লিখলাম, তাও আবার উপায় জানতে চেয়ে!!!!! :!>
আমি দারুণ একটা সম্ভাবনার মধ্যে আছি।
আমার লেপুর ( ল্যাপটপকে আদর করে এই নামেই ডাকি) নীলদাঁতটা ( ব্লু-টুথ) কাজ করছে না। ফলে মোবাইলে এমপিথ্রি বা মোবাইল থেকে ছবি স্বতঃস্ফূ্র্ত আদান প্রদান দারুণভাবে ব্যাহত হচ্ছে।
কী করলে নীলদাঁত সচল হবে? বা,
কী করে নতুন করে নীলদাঁত প্রতিস্থাপন করা যাবে? (আমি যেহেতু এখনও খুব কমই জানি )
কেউ মেহেরবানি করে জানালে খুবই উপকৃত হবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




