ধানমন্ডি থেকে লেখছি।
আমার বাসার এক রুমে আমার প্রবীন সত্তর উর্দ্ধ পিতা যিনি কিছু কাল আগে হৃদরোগ জনিত অসুস্থতায় হাসপাতাল থেকে ঘুরে আসলেন এবং আরেক রুমে আমার এক বছর দুই মাস বয়সী ভাতিজা ঘুমাচ্ছে।
রাত ১২ টার কিছু আগে থেকে আশেপাশে কোথা থেকে ভয়ংকর, উদ্দাম, উৎকট হিন্দী, ইংরেজী সঙ্গীত ধরনের কিছু একটার গুম গুম তার সংগে তারস্বরে চিৎকারের আওয়াজে আমার নিজেরই মাথা ধরে গিয়েছে। আমার বৃদ্ধ পিতা এবং শিশু ভাতিজার যে কি অবস্থা হতে পারে তা একমাত্র আল্লাহই বলতে পারে।
এ অত্যাচার কখন শেষ হবে কে জানে !
এই বিপদ-সংকুল, ঝঞ্জা বিক্ষুব্ধ পরিবেশ থেকেই সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা।
আশা করি এই প্রাথমিক উৎকট প্রহর গোটা বছরের প্রতিচ্ছবি নয়।