আহা ! কি আনন্দ আকাশে বাতাসে !
পাখি ডাকে ফুলে ফুলে
আহা কি আনন্দ আকাশে বাতাসে।
এই আনন্দ আমি রাখি কই। দুই কুখ্যাত নরাধাম, পাপিষ্ঠ, মুসলমান নামের কলংক, খুনী, ধর্ষক, যুদ্ধাপরাধীকে জনগন ভোটের মাধ্যমে জানিয়ে দিয়েছে "তুই রাজাকার দূরে গিয়ে মর।
নির্বাচনের আগে এই রাজাকার গুষ্ঠী 'যুদ্ধাপরাধী কিসের, মীমাংসিত ইস্য, দেশে কোন যুদ্ধাপরাধী নেই' ইত্যাদি বড় বড় বাতচিত করে বাগড়ম্বর করে চলছিল।
জনগন শুধু দাতে দাত চেপে সহ্য করেছে। ভোটের ক্ষমতা যখন এসেছে তখনই তারা সুস্পষ্ট বার্তা দিয়েছে।
"তুই রাজাকার
তুই যুদ্ধাপরাধী।
তুই দেশদ্রোহী।
তুই স্বাধীনতা বিরোধী।
তুই দেশ ছাড়।
তুই পাকিস্তানে গিয়ে তোর জারজ পিতাদের পা চাট।
বেরিয়ে যা শয়তানের চৌদ্দ খান্দান এই দেশে তোদের কোন স্থান নেই।"
অসাধারন আরেকটি খবর হচ্ছে মুজাহিদ ব্যাটা মাত্র ৬ হাজার ভোট পেয়েছে।
হাঃ হাঃ হাঃ
সাবাস বাঙ্গালী গর্জে উঠল আরেকবার।