প্রথম আলোর বিজয় দিবসের বিশেষ সংখ্যা পড়তে পড়তে আর ঠিক সহ্য হলো না। তাই কি-বোর্ড তুলে নিলাম।
কতো মানুষ নিজের চোখের সামনে ছেলের, ভাইএর, স্বামীর, দেবরের, ভাশুরের হত্যা হতে দেখেছে। অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে এখনো দিন কাটাচ্ছে।
কত নারী নিজ ঘরের মাঝে আপন পরিবাবের সামনে সম্ভ্রম হারিয়েছে। অত্যাচারিত হয়েছে।
এইসবের কোন বিচার হবে না? শুধু বড় বড় কথা শুনে যাবো আমরা? আমাদের আবেগ নিয়ে রাজনীতি করে যাবে আমরা শুধু ঘুটি হয়ে যাবো?
সেক্টরস কমান্ডারস ফোরামের কাজ দেখে আশাবাদী হয়ে উঠেছিলাম। এই বার কিছু একটা হবে। কিন্তু হায় ! যখন দেখি এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার সাহেবও নমিনেশন নিয়ে কোন রাজনৈতিক দলের দোরগোড়ায়। তখন আবার সন্দেহ, হতাশা আবার জাগ্রত হয় আবার ঘুটি হলাম মনে হয়। কারো মইয়ের ধাপ হলাম হয় তো।
কেনো সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা সস্তা রাজনৈতিক টিকিটের জন্য ছুটাছুটি করবেন?? একবার শুনেছিলাম ওনাদের আজ়ীবনের জন্য মন্ত্রী/প্রতিমন্ত্রির স্ট্যাটাস দেয়া হবে উনারা কোন রাজনৈতিক দল করবেন না। উনারা হবেন সমস্ত বাংলাদেশের। সবার।
এখন আমরা কাদের বিশ্বাস করবো যে যুধাপরাধী ইস্যুতে কোন রাজনৈতিক ফায়দা হাসিলের কোন উদ্দেশ্য নাই।
আর কতদিন আমরা যারা নিজেদের সব কিছু হারাল তাদের নিয়ে রাজনীতি করবো। কবে হবে বিচার? এভাবেই ছেড়ে দিবো আমরা? এতো হত্যা, এতো নির্জাতন, এতো ধ্বংস, এতো লুটপাট আমরা কোন বিচার পাব না? কবে ?