প্রিয় বন্ধুরা
সাহিত্যপত্রিকা "কালি ও কলম"-এর বইমেলা-এবং-বর্ষপূর্তি সংখ্যায় আমার একটি কবিতা-সিরিজের তিনটি কবিতা প্রকাশিত হয়েছে। যাঁরা পত্রিকাটি সংগ্রহ করতে পারেননি, তাঁদের সুবিধার্থে কবিতাগুলো এখানে দেয়া হলো।
------------------------------
অবনি অনার্য
---------------------------------------
অভিযুক্ত কৃষকের জবানবন্দি
------------------
১.
অথচ নিষ্ফলা মাঠ বলার কোনো বস্তুত কারণ ছিলো না
কেননা আমি তার যত্নে কখনোই এতোটা তসরুফ করিনি
গ্রীষ্মে-বর্ষায় শরৎ-হেমন্তে শীত-ও-বসন্তে অবিচল
থেকেছি চিরকাল ভুলে সময়কাল কাল কিবা আকাল মহাকাল
সাক্ষী আছে তার পারলে একবার জিগাও মহাজন অনুরোধ
করছি এ-বেলায় এর-চে' বেশি আর করতো কেবা আর আরাধনা
খণ্ডিত জমির পক্ষে কোনোরূপ অসহযোগিতাই দেখিনি
খননে বাধা নাই আমার তরফেও আপত্তি থাকার কথা নয়
তবুও শেষবেলা ধানের চেয়ে হায় চিটার পরিমাণ অধিক তাই
উঠছে অভিযোগ ওঠাই স্বাভাবিক কিন্তু এইটুকু বলে রাখি--
জলের বণ্টন পেট্রোলের দাম না-হয় এসকল চুলোয় যাক
জমির পাশাপাশি বীজের ব্যর্থতা সব গবেষণায় মূল্য পাক
২.
জমির দিক থেকে একটা হাহাকার শুনেছি কতবার মনে নেই
অখণ্ড-ভূমির বুকে আইল দিয়া কেন এতো ভেদরেখা
টানা হলো পৃথিবীতে যার কোনো যথারীতি পরিসংখ্যান নাই।
অথচ তামাম দুনিয়ার কোথায় এমন আইল যার বুকে
ফসলের লেশমাত্র দেখা গেছে কবে। আজ শুধু ভগিনী-মাঠের দিকে
ফ্যালফ্যাল করে তাকিয়ে আবার অখণ্ড হবার তীব্র বাসনা, আবার ক্রোধ জেগে ওঠে...
ব্যর্থ-বীজের অক্ষমতায় অভিযুক্ত হয়ে বানের স্রোতের মতো কাঁদে
কেননা, বানের জলে তার মাটিকণা ভেসেভেসে পার্শ্ববর্তী জমিতে গড়ায়
তথাপি সেসব ক্ষেতে পাল্লা দিয়ে ফসলের বাড়ছে ফলন, তাতে খেদ নাই
ফলুক ফসল সব ক্ষেতে ক্ষেতে আজ বড় কঠিন সময়
আমারেও একবার কিছু বীজ দেয়া হোক সম্ভাবনাময়
৩.
এ-জমির সঙ্গে বাঁধা সম্পর্ক কেবলি কর্ষণের
আমিও তো কোনোদিন কোনোরূপ মালিকানা বাঞ্ছা করি নাই
জমি কিবা জমিজাত ন্যূনতম ফল-ফসলির
শুধু এই শ্রম থাক খুব ব্যক্তিগত এই ভূমিহীন কৃষকের...
যে-ফসল জানে না দিতে আমার ঘামের মূল্য কোনো
রাতের অন্ধকারে প্যাকেটবন্দি হয়ে হয়তোবা নববধূবেশে
শয্যা নেয় দুবাইফেরত কোনো মালিকের কাঁচঘেরা শীতলবাসরে
আমি কেন সে-ফসল নিজের ঔরসজাত বিবেচনা করি
ফসলের সঙ্গে সেই বিচ্ছিন্নতা আজ আর আমার একার মোটে নয়
জমিও করেছে ত্যাজ্য; অতঃপর আমাদের গভীরতর বন্ধুত্ব হয়
-----------
অবনি অনার্য
http://www.auboni-aunarjo.com/
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৩