আমি প্রেডিক্ট করবনা। আমার প্রেডিকশন বাংলাদেশের আবহাওয়া অফিস থেকেও খারাপ। প্রেডিকশনের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম।
তার আগে দেখে নেই সেকেন্ড রাউন্ডের অবস্থা।
ছবি বড় করে দেখতে চাইলে
এই হল গিয়ে লেটেস্ট হালচাল। বেশিরভাগ যেহেতু ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার তাই এই দুই দল নিয়েই কথা বেশি বলি। জার্মানি, ইংল্যান্ড সাপোর্টাররাও নিজ নিজ স্বপ্ন, আশা ভরসা ব্যক্ত করতে পারেন।
আর্জেন্টিনার তুলনায় ব্রাজিলের পথটা বেশ মসৃন বলা যায়। শক্ত অপোনেন্ট বলতে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে নেদারল্যান্ড (যদিও স্লোভাকিয়া ইতালিকে যেভাবে জাকানি চুবানি খাওয়ালো ওদেরকেও গনার বাইরে ধরা যায় না)। নেদারল্যান্ডকে হারিয়ে সেমিতে যেতে পারলে উরুগুয়ে, দঃ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ঘানা এর যে কোন একটির মুখোমুখি হতে হবে। কোনটাই খুব একটা জাতের টিম না, তবে উরুগুয়ে কে নিয়ে ভয় আছে। কোন এক ব্লগার ওয়ার্ল্ড কাপ শুরু আগে প্রেডিক্ট করেছিলেন উরুগুয়ে চ্যাম্পিয়ান হবে। ওইটা মাথার ভেতর এখনো ঢুকে আছে।
এবার আসি আর্জেন্টিনার সাইডে। এই সাইডটা ডেড জোন বলা যায়। ইংল্যান্ডের বোকামি আর ফ্রান্স, ইতালির বিদায়ের ফলে এই জোন টা ভয়ংকর জোন হয়ে গিয়েছে যেখানে ব্রাজিলের জোনটা অনেকটাই সাদা মাটা (ইংল্যান্ড গ্রুপ চ্যাম্প হলে আর ইতালি রানার আপ হিসেবে সেকেন্ড রাউন্ডে উঠলে দু টো গ্রুপই রগরগে হত)।
যাই হোক। ধরে নিলাম আর্জেন্টিনা সেমিতে উঠল (কোয়ার্টার ফাইনালে জার্মানি অথবা ইংল্যান্ডকে হারাতে হবে


এইবার আমার অভিপ্রায়ের কথা বলি। ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা কে দেখতে চাই। ফুটবল পূজারীদের অনেক দিনের আশা ।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৬