গত সপ্তাহ থেকে লোডশেডিং বেড়ে গেছে খুব বেশি, আমার দৈন্যন্দিন রুটিনে হালকা ব্যাঘাত ঘটছে! এক কলিগকে বললাম, কয়েকদিন সিরিয়াল দেখতে না পেরে আমার মনটা বেশ উদাস!
কলিগ বলল, আপনার মধ্যে টিপিক্যাল মেয়েলি ছ্যাবলামোগুলো নেই তবে এইটা আপনার মধ্যে কিভাবে আসলো বুঝলাম না!
আমি অবাক





শুক্রবারে ভার্সিটির বান্ধবীরা আমার বাসায় আসলো বেড়াতে। একজন এসে সাথে সাথেই ঘুমিয়ে পড়লো। দুপুরে খাবার পরে ২জন ঘুমাতে গেল আরেকজন এক রুমে ঢুকে দরজা জানালা বন্ধ করে ঘুমাতে গেল! দিন দিন কি আমি এতই বোরিংটাইপ হয়ে যাচ্ছি নাকি লোকজন আমার বাসায় এসে ঘুমাতে চলে যায়

আগে প্রচুর কথা বলতাম, ইদানীংকালে আমি কথা বলার তেমন কিছু খুজে পাই না। বিশেষ করে চাকরিতে ঢুকে যখন বাচাল দেখলাম মনে হল এদের কাছে আমি নাদান! মনের দুঃখে বাচলামিটাও ছেড়ে দিতে বাধ্য হলাম।

আজকাল ব্লগ লেখারও কিছু খুজে পাই না অবশ্য!