আজকাল এমন এমন ছোট ছোট ভুল করি লজ্জায় নিজের ই মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা হয়! একদিন একটা চিঠি লিখলাম হেডঅফিস বরাবর। ম্যানেজার স্যার ডাকলেন এই চিঠি কে লিখেছে। আমি ভাবলাম এই একই চিঠি আমি আগেও ২/৩টা লিখলাম প্রতিবারই ড্রাফট স্যারকে দেখিয়েছি এইবার দেখালাম না। কি ভুল করলাম। স্যার বললেন, যদিও আমি সাইন করে ফেলেছি তারপরও ভুল আছে। বের করো।
অত্যন্ত চিন্তিত ভঙ্গিতে আমি ভুল ইংরেজি কি লিখলাম খুজতে থাকলাম। কিন্তু পাইনা। স্যারকে বললাম পাচ্ছি না স্যার!
স্যার বললেন সেপ্টেম্বর মাস কতদিনে?? তখন নজর গেল, আমি একটা ডেট লিখেছি ৩১.০৯.২০১৩! স্যার বললেন, কান ধরো! উচ্চবাচ্য না করে কান ধরলাম। স্যার হাসি দিয়ে বললেন, কেউ দেখেনি তো! যাও ভাগো!
আরেকদিন কাস্টমারের এ্যাপ্রোচ লেটার থেকে হুবুহু বানান বসিয়ে দিলাম কোন কিছু না খেয়াল করে! মোটামুটি ৮/১০টা জায়গায় কপিপেস্ট করে! স্যার ডিকশনারি খুলে বসে আছেন। আমাকে ডাকলেন। ওয়েইভড বানান কি? আমি বললাম, waived
এইটা কি লিখেছো??
তাকিয়ে দেখলাম, weaved
স্যার হাত উঠিয়ে, আমি ডিকশনারি খুলে বসেছি!
এক কলিগ মাঝে একদিন যা করলো তা আমার সব নাদানিকে ছাড়িয়ে গেল! সে একটা সাততলা বিল্ডিং এর সাতটা slab কমপ্লিট এর স্থলে লিখলো slap!! ম্যানেজার স্যার বললো, সাতটা চড় দেয়া কমপ্লিট না?? ওই ভাইয়ের কথা বুঝলা যেদিন কপাল খারাপ থাকে সেদিন ভুল একটা না অনেকগুলো হয়! ওই চিঠিতে উনি আরো লিখলেন brick wall এর স্থলে break wall! উনার বাক্যটার অর্থটা ছিল এমন যে ৭০% ইটের তৈরি ওয়াল কমপ্লিট! ম্যানেজার স্যার উনাকে বললেন, ৭০% ওয়াল ভাঙ্গা কমপ্লিট??