সাহসিকতার জন্য নিউ ইয়র্কে বাংলাদেশী তরুণ পুরস্কৃত
বাংলাদেশী তরুণ হাসান আসকারীকে তার সাহসিকতার জন্য বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কৃত করলেন বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি সিনেটর জন সাবানী । বাংলাদেশী বংশোদ্ভূত মুসলিম পরিবারের ২০ বছর বয়সী ম্যানহাটনের বার্কলি কলেজ ছাত্র হাসান আশকারী বর্তমানে নিউ ইয়র্কের বাসিন্দা । রাত প্রায় ১১টার দিকে কিউ ট্রেনে করে অন্যান্য ইহুদী সহযাত্রীদের সঙ্গে ব্রুকলিনে ফিরছিল । এ সময় ১০ জনের একটি দল ট্রেনে চড়ে ইহুদী নারী-পুরুষদের উদ্দেশে মেরী কৃসমাস জানায় । প্রত্যুত্তরে ইহুদী এক ছাত্র হ্যাপি চানুকাহ জানালে ১০ জনের দলটি হাতাহাতি ও গালিগালাজ শুরু করে বলে আশকারী জানায় । ইহুদীদের ওপর এ আক্রমণ ঠেকাতে আশকারী এগিয়ে এলে ওয়াল্টার অ্যাডলার নামের ইহুদী ছাত্র ইমার্জের্ন্সি ব্রেক টেনে ট্রেন থামিয়ে দিলে মারামারির অবসান হয় । অ্যাডলার আশকারীকে ধন্যবাদ জানিয়ে প্রমাণ করে দেয় ধর্ম নয়, মানবিকতাই ভিন্নধর্মাবলম্বীদের একসঙ্গে বসবাসের পথ সহজ করে দেয় । অনুষ্ঠানে সিনেটর সাবানী বলেন, এ ঘটনাটি এবারের বড়দিনের সবচেয়ে আকর্ষণীয় গল্প । সিনেটর সাবানী, হাসান আশকারীর হাতে তার সাহসিকতা ও মানবিক গুণাবলির জন্য সার্টিফিকেট তুলে দেন । কুইন্স ডেমোক্রেটিক ডিসট্রিক্টের লিডার অ্যাট-লার্জ মোহাম্মাদ আমিনুল্লা আশকারীকে আনলিমিটেড মেট্রোকার্ড প্রদান করেন । আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সেক্রেটারি হাসানুজ্জামান চেক প্রদান করেন, যা দিয়ে আশকারী তার পড়ালেখার খরচ মেটাবে বলে জানায় । এ ঘটনার পর থেকে আশকারী ও অ্যাডলার এখন ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছে । অংশগ্রহণ করেছে এডলারের চানুকাহ পার্টিতে । আর অ্যাডলার আগ্রহ প্রকাশ করেছে আশকারীর ধর্ম সম্পর্কে বিস্তারিত জানতে ।
বাংলাদেশী তরুণ হাসান আসকারীকে তার সাহসিকতার জন্য বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কৃত করলেন বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি সিনেটর জন সাবানী । বাংলাদেশী বংশোদ্ভূত মুসলিম পরিবারের ২০ বছর বয়সী ম্যানহাটনের বার্কলি কলেজ ছাত্র হাসান আশকারী বর্তমানে নিউ ইয়র্কের বাসিন্দা । রাত প্রায় ১১টার দিকে কিউ ট্রেনে করে অন্যান্য ইহুদী সহযাত্রীদের সঙ্গে ব্রুকলিনে ফিরছিল । এ সময় ১০ জনের একটি দল ট্রেনে চড়ে ইহুদী নারী-পুরুষদের উদ্দেশে মেরী কৃসমাস জানায় । প্রত্যুত্তরে ইহুদী এক ছাত্র হ্যাপি চানুকাহ জানালে ১০ জনের দলটি হাতাহাতি ও গালিগালাজ শুরু করে বলে আশকারী জানায় । ইহুদীদের ওপর এ আক্রমণ ঠেকাতে আশকারী এগিয়ে এলে ওয়াল্টার অ্যাডলার নামের ইহুদী ছাত্র ইমার্জেন্সী ব্রেক টেনে ট্রেন থামিয়ে দিলে মারামারির অবসান হয় । অ্যাডলার আশকারীকে ধন্যবাদ জানিয়ে প্রমাণ করে দেয় ধর্ম নয়, মানবিকতাই ভিন্নধর্মাবলম্বীদের একসঙ্গে বসবাসের পথ সহজ করে দেয় । অনুষ্ঠানে সিনেটর সাবানী বলেন, এ ঘটনাটি এবারের বড়দিনের সবচেয়ে আকর্ষণীয় গল্প । সিনেটর সাবানী, হাসান আশকারীর হাতে তার সাহসিকতা ও মানবিক গুণাবলির জন্য সার্টিফিকেট তুলে দেন । কুইন্স ডেমোক্রেটিক ডিসট্রিক্টের লিডার অ্যাট-লার্জ মোহাম্মাদ আমিনুল্লা আশকারীকে আনলিমিটেড মেট্রোকার্ড প্রদান করেন । আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সেক্রেটারি হাসানুজ্জামান চেক প্রদান করেন, যা দিয়ে আশকারী তার পড়ালেখার খরচ মেটাবে বলে জানায় । এ ঘটনার পর থেকে আশকারী ও অ্যাডলার এখন ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছে । অংশগ্রহণ করেছে এডলারের চানুকাহ পার্টিতে । আর অ্যাডলার আগ্রহ প্রকাশ করেছে আশকারীর ধর্ম সম্পর্কে বিস্তারিত জানতে ।