শ্রবণেন্দ্রিয়ের সহ্যসীমার সর্বশেষ বিন্দুতে আঘাত করা
তীব্র যতসব বিচিত্র আওয়াজ
শহুরে পথচলায় লাল বাতির তীক্ষ্ণ চাহনিতে
থমকে যাওয়া সব মানববাহী দানেবের আর্তচিৎকার
যখন
অনুভূতির গহীনতম অন্তরালে ক্লান্তিহীন
চাবুক চালায়, করে ক্ষতবিক্ষত
শহুরে যাপিত জীবনের গ্লানিতে
অসাঢ় হয়ে যেতে থাকা বোধি
সৃষ্টিশীলতার মূলে যখন কুঠারাঘাতে উদ্যত
ঠিক তখনই
আমার ডিজিটাল লেখার খাতায় হঠাৎ দেখি সবুজ বাতি!!
আহ্.......অবশেষে....
বাঁধ ভাঙ্গার বিপুল এ যজ্ঞে আমার আপাত: নি:শর্ত স্বাধীনতায়
অক্ষমতায় আত্নসমর্পণ একটু না হয় বিলম্বিতই হোক......
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১০ দুপুর ২:০৬