সামু
নতুন করে বলার কিছু নাই। সময় কাটানোর জন্যে ভালো জায়গা। মাঝে মাঝে যখন একটা কিছু নিয়ে ক্যাচাল লাগে তখন সামু আরো বেশি প্রাণবন্ত (!) হয়ে উঠে। রাজাকার ছাগু টাইপ কিছু না হইলে আমি সাধারণত নিরপেক্ষ থাকার চেষ্টা করি।
ফেসবুক
সত্য কথা হল, আমি ফেসবুক খুব একটা পছন্দ করি না। কিন্তু বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার জন্য এর উপরে আর কিছু নাই। নেহায়েত সামাজিক দায়বদ্ধতার কারণে হলেও ফেসবুকে যেতে হয়। হাবিজাবি অ্যাপ্লিকেশন যতটা সম্ভব এড়ায়ে চলি। সামহোয়্যারের অনেক ব্লগারের সাথে ব্যক্তিগত যোগাযোগ ফেসবুকের মাধ্যমেই হয়।
জিমেইল
জিমেইল যে দিন থেকে ব্যবহার করি তারপর থেকে ইয়াহু, হটমেইল সব কিছু বাদ দিয়েছি। জিমেইলের অসাধারণ ফিচার নিয়ে আমার প্রিয় পোস্টের তালিকায় একটা পোস্ট আছে, দেখতে পারেন।
warez-bb
দুনিয়ার সেরা ডাউনলোড বিষয়ক ফোরাম। বর্তমান মেম্বার ১৪ লক্ষের মত। মুভি, গান, মিউজিক ভিডিও, গেম, টিভি সিরিয়াল, সফটওয়্যার, ই বুক - মোট কথা দরকারী জিনিস পত্র সব কিছুর ডাউনলোড লিঙ্ক পাওয়া যায় এই সাইটে।
উইকিপিডিয়া
জ্ঞানভাণ্ডার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। দুনিয়ার যে কোন বিষয়ে জানতে ইচ্ছা হইলে উইকিতে সার্চ মারি।
আইএমডিবি
নতুন মুভির খবর কিংবা পুরোনো মুভির র্যাঙ্কিং, রিভিউ ইত্যাদি দেখি।
আমাদের ফোরাম
এটাও একটা ডাউনলোড ফোরাম, তবে সাইজে ছোট। হলিউডি, বলিউডি মুভি, বাংলাদেশি নাটক, টেলিফিল্ম, গান, ইবুক, টিভি সিরিয়াল ইত্যাদি সবকিছুর লিঙ্ক পাওয়া যায় এখানে।
ইউটিউব
নানান ধরনের ভিডিও দেখি। তবে ইন্টারনেটের স্পীডের কারণে অনলাইনে ভিডিও দেখার চেয়ে ডাউনলোড করে দেখাটাই ভালো মনে করি।
জিএসএম অ্যারেনা
নতুন নতুন ফোনের খবর, রিভিউ ইত্যাদি জানার জন্যে ভালো একটা সাইট।
পোলাপাইন
বাংলা গানের খবরাখবর + ডাউনলোড করার জন্য ভিজিট করি।
র্যাপিড এইট
র্যাপিডশেয়ার প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর। এর চেয়ে স্টেবল কোন সাইট আমি খুঁজে পাই নি।
সাবসিন
সাবটাইটেল নামানোর জন্যে সেরা সাইট।
বিডি নিউজ
বাংলাদেশের খবরাখবর জানার জন্য।
ক্রিকইনফো
ক্রিকেটের স্কোর জানার জন্য।