ক' ফোঁটা ক্লান্তি দিতে পার আমায়?
আমি ক্লান্তিগুলো চোখের পাতায় জড়িয়ে
ঘুমিয়ে যাব।
ঘুম,
শত রাতের নির্ঘুম ঘুম
চোখে জড়িয়ে আছে।
তবু কেন যেন,
বহু রাত ঘুমাই না আমি।
রত্রির সঙ্গে সঙ্গমে মত্ত থাকি সারা রাত্রি।
আঁধারের মাঝে প্রবেশ করি আমি,
আর আঁধার প্রবেশ করে আমার মাঝে।
কখনো বা কিছু কবিতার জন্ম হয় তাতে,
কখনো বা তাতে থাকে শুধু
কামনার উন্মত্ততা।
কখনো কখনো আবার,
তা যেন শুধুই নিয়ম রক্ষা।
তাইতো জিজ্ঞেস করি,
তোমার কাছে কিছু ক্লান্তি হবে কি?
পেলে তা চোখে জড়িয়ে
ঘুমিয়ে যেতাম।
ক্লান্তি,
যে ক্লান্তির কাছে হার মানবে রাত্রির কামনা;
হার মানবে আঁধারের উন্মত্ত নেশা।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৮