থাকুক না কিছু স্মৃতি জমা হয়ে,
ধুলোবালি মাখা পুরনো এ্যালবামে
অথবা ডায়রিতে।
জমে থাকুক ধুলোর আস্তর বুকে মেখে,
অতীতকে আকড়ে ধরে।
কোন এক মেঘে ঢাকা
বিষণ্ণ দুপুরে কিংবা বিকেলে,
ধোঁয়া ওঠা চায়ের সাথে
অথবা শুধুই ধোঁয়ার সাথে,
তাদের আবার ফিরিয়ে আনব আমি।
নস্টালজিয়ায় ভেসে জাবো-
যেভাবে জোয়ারে ভেসে যায়
উন্মত্ত নদীর পাড়।
সেভাবেই,
হ্যাঁ,
ঠিক সেইভাবেই।
থাকুক না কিছু স্মৃতি জমা হয়ে,
ধুলোবালি মাখা পুরনো এ্যালবামে
অথবা ডায়রিতে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৭