গান ভালোবাসে না......এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।
রোবট হওয়া সত্বেও গান আমিও পছন্দ করি। কিছু কিছু গানের লিরিক এতো সুন্দর.......অবাক হয়ে শুধু শুনে যাই।
গানের সুর এবং কথা দু'টোই চমৎকার হয়.....তবে তো আর কথাই নেই।
এমন-ই সব দারুন গানের জন্য খুঁচাতে পারেন এইখানে..........কিছু প্রিয় গান-১
কিছু প্রিয় গান-২
এতো দারুন দারুন গান শুনে আমারও শখ হইছে গান লিখার ( পাগলের শখের কি আর অভাব আছে!!!)। তাই একটা লিখে ফেলছি.

শখের তোলা আশি টাকা বলে কথা.................


বৃষ্টিভেজা আকাশটাকে
একবার তুমি দেখো
দুঃখ মুছে তোমার মনে
আমায় তুমি আঁকো।
বলবো হেসে কানে কানে
কষ্ট কেন মেয়ে
আমার সুরে উঠো তুমি
নতুন গান গেয়ে।
তোমার জন্য আকাশ নীল
নীল ঐ সাগর, সবুজ পাহাড়
ক্লান্তি, হতাশা মুছে তুমি
জেগে উঠো আবার।
তোমার ভালোবাসায় জগৎ হাসে
জন্মায় নতুন প্রাণ
তোমার জন্য সব ভালোবাসা
আমার এ গান।